আমাদের কথা খুঁজে নিন

   

সংকট উত্তরণে আলোচনায় প্রস্তুত বিএনপি : ফখরুল

রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিব বান-কি মুনের চেষ্টা ব্যর্থ হলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে টেলিফোনে কথা বলার পর আমরা বলেছি, সংকট উত্তরণে সংলাপ কিংবা আলোচনায় আমরা প্রস্তুত। আলোচনা হতে হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে। জাতিসংঘের উদ্যোগ ভেস্তে গেলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তার দল নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে সংলাপ চায়, তবে তা হতে হবে নির্দলীয় সরকারের বিষয়ে। এ নিয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় এ সংলাপে প্রস্তুত বিএনপি। তবে সংলাপ করতে হলে কোনো বায়বীয় প্রস্তাবের সুযোগ নেই। সমঝোতা না হলে দ্রুত পরিস্থিতি সংঘাতের দিকে যাবে বলে সরকারকে সতর্ক করেন তিনি।

বিএনপির মুখপাত্র বলেন, আগামী নির্বাচন নিয়ে সংকট সরকারের সৃষ্টি।

আমরা এর সমাধান চাই। কিন্তু এ জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকারি দলকেই সংলাপের প্রস্তাব দিতে হবে। সরকারের মেয়াদ কতটুকু, নির্বাচন সেই মেয়াদের আগে না পরের ৯০ দিনের মধ্যে, সংসদের মেয়াদ কত দিন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে- এসব বিষয়েও আলোচনা হতে হবে।

আবার সরকার গঠন করতে পারলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করব- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে তিনি বলেন, জেলা পরিষদে সরকারদলীয় লোকজন নিয়োগ দিয়েছে।

যা সম্পূর্ণ গণতন্ত্রবিরোধী। এখন প্রধানমন্ত্রী বলছেন, আগামীতে ক্ষমতায় এলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করবেন। এটা থেকে বুঝা যায়, তারা বাকশালী চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।