আমাদের কথা খুঁজে নিন

   

বিলাসিতা



আমি সবকিছু হাতের মুঠোয় নিতে চাই। আমার যা খুশি আমি তাই করবো- কারো মানা'ই আমি শুনবো না। আমি সংসদ ভবন কে করবো কফি হাউজ। পাগলা গারদের সব পাগলকে ছেড়ে দিব রাস্তায়। হাঃ হাঃ হাঃ............ সুন্দরী মেয়েদের রাস্তায় বের হতে দিব না।

আমি কবিতা লিখবো আমার ইচ্ছা মতো- যেখানে ইচ্ছা সেখানেই 'কমা' দিয়ে দিব,,,, যে শব্দটা ভালো লাগবে বারবার লিখবো বারবার। রাজনীতি বিদদের ছেঁড়ে দিব জ্যামে। প্রতারক প্রেমিক প্রেমিকাদের মাথার চুল কেটে দিব। বখাটেদের রাস্তার ড্রেনে চুবাবো। জেএমবি দের পাঠাবো মরু ভুমিতে।

তাজমহল টা নিয়ে আসবো ঢাকা'য়। সুন্দরীদের কিনে দিব একটা করে নীল শাড়ি। যিশুর মাথায় পরিয়ে দিব কাটার মুকুট। রিকশাওয়ালাকে কিনে দিব সিগারেট। দেশের কাউকেই না খেয়ে থাকতে দিব না।

চিকিৎসা'র অভাবে কেউ মরবে না। অসৎ টাকা বিলিয়ে দিব ভিক্ষুক দের। আমি অনেক সহ্য করেছি-আর না। সবাইকে সাবধান করে দিচ্ছি- ভালো হয়ে যাও...ভালো হয়ে যাও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.