আমাদের কথা খুঁজে নিন

   

সততার বিলাসিতা আর নয়...!

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী।

সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তবে ঘুরে দাঁড়াতে হয়... মূল্যবোধের ভীষণ অবক্ষয়, তারও দায়ভার কাঁধে নিতে হয়... আমি সব ক্রুশ কাধে নিতে রাজি, যাতে বিদ্ধ এই সময়, সখি ভালোবাসা কারে কয়? ভালোবাসা মানে শুধু অপচয়/অভিনয়, ভালোবাসা মানে প্রতারিত কিছু ক্ষত, বিক্ষত হৃদয়ে... তবু আশা এক অদ্ভুত অব্যয়, এই আশাটুকু আমাদের সঞ্চয়, আজো আশা আছে বলে হেরে গেছে যত হেরে যাবার ভয়... হারিয়েছি যা জানি ফিরে পাবো না সব সত্যি কল্পনা, আজ নিছক গল্প না, মনে হয়... কত শীতল সুবাতাস...কত রোদেলা আকাশ, রাত জাগা হা-হুতাশ, দেবে ভুলিয়ে কি সময়? প্রকৃতি জানে, কোন স্বপ্নের শ্মশ্বানে, ঠিক কখন কিভাবে? দুঃস্বপ্ন উড়াবে... তবু হালতো ছাড়িনি, আমি হারতে পারিনি, কেউ তাকাক না তাকাক, বুক চিতিয়ে দাড়াক, অহংকার। সব অকারণ বিনয়ের নয় ছয়, পুড়ে যাওয়া হারে, ভানহীন প্রত্যয়, শত্রুর ছোড়া যুদ্ধের চ্যালেঞ্জে ভেঙ্গে গেছে সব সংশয়... হয়ে যাক আজ এসপার ওসপার সমাধান হোক সব সমস্যার, পড়ে থাক যত নিতীবোধ, আর হিতোপদেষের আশ্রয়! সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়... http://www.youtube.com/watch?v=aYtQnj6V3LE

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.