আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলা‌-১

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

আজকে বইমেলায় গিয়েছি। অফিস থেকে হাটতে হাটতে যাওয়া গেল। বেশিক্ষণ ছিলাম না। কিছুক্ষণ পর আনিসুল হক আর ইকবাল হোসাইন চৌধুরীর সঙ্গে দেখা হয়েছে।

ওনারা অবশ্য সেই চারটে থেকে আছেন। মনে হলো আগের চেয়ে স্টলের সংখ্যা বেশি। তবে, ভালমতো পানি ছিটানো ছিল। ফলে ধুলার দেখা পাওয়া যায়নি। প্রতিবারই রয়ে সয়ে বই কেনা সম্ভব হয় না।

কোনমতে একদিন গিয়ে কিনতে হয়। এবার আশা করি, অনেকবার যেতে পারবো। কাজে ভেবে চিন্তে কিনতে পারবো। আমার দাদার প্রতিষ্ঠিত একটি স্কুল আছে চট্টগ্রামের বাকলিয়াতে। সেই স্কুলের লাইব্রেরির জন্য কিছু বই সংগ্রহ করা দরকার।

ভাবছি একটা প্ল্যাকার্ড নিয়ে দাড়াবো কী না? যদি কেহ কিছু বই দেয়! আমার দুইটি নতুন বই আছে, তাম্রলিপি আর সময় এর স্টলে। তাম্রলিপির আরো তিনটে বের করার কথা তার মধ্যে সুডোকুর বইটার কয়েকটা অধ্যায় এখনো লিখতে পারি নাই। পারবো কী না কে জানে। দেখা যাক। গতকালের আলোচনায় নাকি দুইটি প্রবন্ধ পড়া হয়েছে।

সেগুলি যোগাড়েরও চিন্তা ছিল। জব্বার ভাই বললো যে, সেগুলো পড়া নাকি অতীবও জরুরী। কিন্তু আনিস ভাইদের সঙ্গে চলে আসার কারণে সেটি আর হয়নি। পরের বার। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।