আমাদের কথা খুঁজে নিন

   

আমিতো হারাতেই থাকি

আহসান জামান

আমিতো হারাতেই থাকি শখের উড়োজাহাজ, ভাদ্রের দুপুর আর বাগানবাড়ীর আঙ্গিনা-উঠোন; ব্যস্ততা আমার চিবিয়ে চুষে নিচ্ছে সারাদিনমান। ক্রমশঃ ছোট হচ্ছে আকাশের স্বাধীনতা আর বোমারু বাতাসে পাখিদের ডানায় জমেছে ভীষণ ক্লান্তি, অন্ধকার সারাক্ষণ। স্বচ্ছবাতাসের নদী; তাতেও তুমুল মিশ্রণ; আমিতো ক্ষয়ে যাচ্ছি ঘোড়ার খুঁরের আঘাতে। আমাকে ছেদ করে বেদনার শান্তছুরির অগ্রজ। আমিতো হারাতেই থাকি, দুঃখশ্লেজে বসে আছে আজন্ম তৃষ্ণার ছায়া; আমার দেহভার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।