আমাদের কথা খুঁজে নিন

   

সন্দেহ হলো ঈমানের লক্ষণ



বহুলোক এমন রয়েছে যারা আকিদা-বিশ্বাসের প্রতি বিশেষ ঔদাসীন্য প্রদর্শন করে। তাদের মনে নানারূপ সন্দেহ-সংশয় দানা বেধে ওঠে, নানা কুসংস্কার পুন্জীভূত হয়। কিন্তু তা দূর করার জন্যে তাদের কোনরুপ উদ্যোগী হতে দেখা যায় না। অনেকের মনে নানারুপ সন্দেহ জাগে। সেগুলোকেও তারা মনের গহনে গোপন করে রাখে।

তা দুর করার জন্যে চেষ্টা করে না। ফলে তাদের হৃদয় মন আস্তে আস্তে ইসলামের বিশ্বাস থেকে অনেক দুরে সরে যায়। তাতে প্রবেশ করে নানা বিভ্রান্তি ও বিভ্রম। এদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে- "এদের অধিকাংশ লোক কেবলমাত্র ধারণা অনুমানের অনুসরণ করে চলে। অথচ ধারণা অনুমান কখনোই প্রকৃত সত্য জানবার জন্যে কিছুমাত্র যথেষ্ট হতে পারে না।

" অবশ্য এ কথা অস্বিকার করার উপায় নেই যে, মানুষের মনে নানা সময় নানা প্রকারের সন্দেহ-সংশয়, নানা প্রশ্ন-জিগ্গাসা ও নানা খটকা জেগে ওঠে। তা খুবই স্বাভাবিক ব্যাপার। এরুপ হওয়াটা খারাপ লক্ষণ নয়। কোন কোন সাহাবীর মনে পর্যন্ত এ ধরনের ভাবধারার উদয় হতো। মহানবী [স:] একে বলেছেন- " এ তো সুস্পষ্ট ঈমানের লক্ষণ।

" বস্তুত: মনে দ্বিধা-সংশয় ও প্রশ্নের উদ্রেক হওয়া যেমন অস্বাভাবিক নয়, তেমনি তা নিরাময়ের উদ্দেশ্যে সত্য জানতে চাওয়াও স্বাভাবিক। তবে মূল ঈমানকে কোনরুপ ব্যাহত দেয়া চলবে না। তা বজায় রেখে এসব জিজ্ঞাসার জবাব সন্ধান করাই ঈমানদার লোকদের কাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।