আমাদের কথা খুঁজে নিন

   

ফুরায় এ জীবনের সব লেনদেন

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানা ঝাপটে নীড়ে ফিরে যেতে শুরু করে পাখি। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রঙ নিভে গেলে, পান্ডুলিপি করে আয়োজন। জীবনানন্দ দাশ কি চমৎকার করেই না বলে গিয়েছেন।

সোনালী চিলের মতোই অতীতের পরিচয়ের গন্ধগুলো মুছে ফেলছি প্রতিনিয়তই। হয়তো মনের অজান্তে কিংবা নিতান্তই বাধ্য হয়ে। চারপাশের মানুষগুলোও হয়ে উঠছে অপরিচিত। একসময় যাদের সাথে নিয়মিত কথা হতো, আড্ডায় ডাকলে সব ফেলে ছুটে যাওয়া হতো, এখন তাদের সাথে কথা বলতে গেলেই কেন জানি কথা খুঁজে পাই না। কেবই হুমম আর হুমম।

দেখা হওয়া নিয়ে তো সংকোচের ভিতর বসবাস। কোথায় যেন কোন অজান্তে কেঁটে গেছে সুতা। মাঝেমধ্যেই ভাবি, ভাবি আবার সবকিছু শুর করি নতুন করে। তবে করতে গিয়ে রোজনামচার দাড়ি, কমা, সেমিকোলন সবকিছুতেই ভুল করে ফেলি। এতো ভুল যে করে তাকে তো ভুলে ভরা বোহেমিয়ান জীবন বয়ে চলতে হয়, কড়া নেড়ে যেতে হয় ভুল দরজায়।

এখন কারণে অকারণে মাঝেমধ্যেই মনের ভিতরে ঘুরপাক খায় লাইনগুলো- সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ- জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার ...... মুখোমুখি বসার কালে কেবলই উপলব্ধি করি নিস্তব্ধ একাকিত্বকে! জীবনের লেনদেন বুঝি এভাবেই ক্ষয়ে যেতে থাকে....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।