আমাদের কথা খুঁজে নিন

   

তবুও স্বপ্ন দেখার দিন ফুরায় না

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

অন্যদের কথা জানি না, আমি দেশের বর্তমান পরিস্থিতি দেখে খুবই হতাশ এবং চিন্তিত। একদল আছে যারা চুষে খাচ্ছে, অন্যদল চুষতে পারছে না বলে চেঁচাচ্ছে আরেকদল কি করতে পারছে না বলে হাহুতাশ করছে। আমি তৃতীয় দলে, রাজনীতিতে অনাগ্রহী, নোংরা খেলা। তাই রাজনীতিবিদদের গালি দিয়েই উদ্ধার আর কাকে ভোট দেব ঠিক না করতে পেরে ভোটের দিন নাক ডেকে ঘুমাই।

কিচ্ছু হবে না এই দেশের, তবুও সব কিছুই একটা শেষ আছে। আরব্য রজনী শেষ হইবো না, হইবো না করেও এক হাজার রাত পার হয়েও একতম রাতে শেষ হলো। তেমনি মাঝে মাঝে মনে হয় হয়তো 35 বছরে ঠিক হয়নি তো কি হয়েছে, আগামী 35 বছরে হয়তো ঠিক হবে। হয় না ... কিচ্ছু হয় না, যেই দিন থেকে শুভ দিনের সূচনা হবে, সেই দিন কখনই আসে না। মাঝে মাঝে আশায় বুক বাধিঁ, স্বপ্ন দেখি।

গতকালের (লেখাটা গতকাল শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই) পত্রিকার আনাচে কানাচে হাতড়ে বেড়িয়ে একটা খুব ভাল খবর পড়েছি। যাক দেশ গোল্লায় যাচ্ছে না। উত্তরবঙ্গের কোন এক স্থান থেকে তিনজন A পেয়েছে যারা পেশায় রিক্সাচালক। সারাদিন রিক্সা চালিয়ে কখন পড়েছে, কখন খেয়েছে সহজেই অনুমেয়। একজন বলেছে কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় বেশি রাত পযনর্্ত পড়তে পারিনি নতুবা অবশ্যই A+ পেত।

অন্যজন বলেছে পরীক্ষা পাসের খুশিতে অন্যদের মিষ্টি খাওয়ানোর পয়সা ছিল না, এক দোকানদার তাকে ডেকে মিষ্টি খাইয়েছে। প্রথম আলো'তে লেখাটা পড়ে নিজের আবেগকে সামলে রাখতে পারি নাই, গলা ভারী হয়ে এসেছিল। রিক্সাওয়ালা বলে যাদের অগ্রাহ্য করি তারাই যদি বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে তাহলে আমরা সবাই মিলে কেন একটা সোনালী দিনের স্বপ্ন দেখতে পারছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।