আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ আমি আমার কেন পাখির মত মন...তাইরে নাইরে..নাইরে গেল সারাটা জীবন..

আমারে তুমি অশেষ করেছো

বইসা থাকলে পা নাচাই ...দাড়ায় থাকলে দুলি । বাসের লাইনে দাড়াইলে…এক বাসের টিকেট কিইন্না ,...,বদলায়ে অন্য বাসের টিকেট কাটি…বেশি দেরী হইলে হাটা ধরি, রিক্সা নেই.. ,,নাইলে টাকা গুইন্না …আসার পথের টাকা ধার করমু ভাইব্বা CNG ধরি …জ্যাম এ পরলে নাইম্মা যাই ..হাটি ,… আমারে ঠেকায় কে ….গতি চাই life এ , ,চাই SPEED!!.. বামে গেলে মনে হয় ডানে গেলে ভালো হইতো..দক্ষিনে গেলে মনে হয় উত্তরে.. সকালে মনে হয় রাতে , রাতে মনে হয় সকালে ...আজকে মনে হয় কালকে থেইকা , কালকে মনে হয় পরশু থেইকা ... exit দিয়া entry মারি... দরজায় push লিখা থাকলে pull করি.. কোনো বই পুরা পড়বার পারি না …কোনো টিভি প্রোগ্রাম পুরা দেখবার পারি না । হুরু করি কিন্তু হেশ করি না। আজকে তবলা ..কালকে বাশি …পরশু গান …আজকে শাহরুখ, কালকে সালমান খান। ৯:২০ এ গুলশান…১০:২০এ মালিবাগ.......১১ :২০ পরীবাগ …১২:২০ টায় আজিমপুর …১ :২০ বকশীবাজার ….২:২০ শান্তিনগর…৩ :২০ উত্তরা …৬:২০ টায় রামপুরা....7টায় বাসা … নিজেরে মনে হয় পাখি …. পাখি পাখি ভাব পাঙ্খার অভাব… পাঙ্খা থাকলে তো উইড়াই যাইতাম … মনে মনে গান ধরি.. উড়াই চলো স্বপ্ন ডানা . আকাশ ছুতে নেই যে মানা , আকাশ হবে মনের বাড়ি একমুঠো নীল করবো চুরি …..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.