আমাদের কথা খুঁজে নিন

   

অপরবাস্তব- ৪ এর প্রকাশনার সঙ্গে নিজেকে যুক্ত করুন, ২০০৯ এ লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিন

বন্ধ জানালা, খোলা কপাট !

ফেব্রুয়ারীর বই মেলা বাঙালির প্রাণের মেলা, মিলন মেলা, এমনকি উৎসবের মেলাতে পরিণত হচ্ছে দিনে দিন । উৎসবের এই মেলাতে তাই আমরা ব্লগাররা নিজেদের অংশীদারিত্বও নিশ্চিত করতে চাই । অপরবাস্তব- ৪ এর প্রকাশনা তেমনই একটি প্রয়াস । অপরবাস্তব ১,২,৩ প্রকাশীত হয়েছিল যথাক্রমে ২০০৭,২০০৮ এবং ২০০৯ এর বই মেলাতে । তারই ধারাবাহিকতায় অপরবাস্তব- ৪ প্রকাশের কাজটিকে এগিয়ে নিয়ে যেতে চায়ছেন ক'জন উদ্যোগী ব্লগার ।

সহব্লগার বন্ধুরা, ২০০৯ -তে লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিয়ে যেতে আপনাকে অনুরোধ জানাই । হ্যাঁ, আপনার সেরা লেখা কোনটি আপনার চে' ভালো আর কেউ জানবে না, তাই আপনার পোস্টটি আপনাকেই মনোনয়ন দিতে আমরা উৎসাহ যোগাই । সেই সঙ্গে আপনার পড়া সহব্লগারদের সেরা পোস্টগুলোর মনোয়নও । অর্থাৎ মনোনয়ন হবে দু'রকম- ১. আপনার নিজের সেরা লেখা এবং ২. আপনার পড়া সহব্লগার বন্ধুর সেরা লেখা । পাঁচমিশালী লেখার খাতা এই ব্লগ ।

তাই নির্দিষ্ট কোন বিষয়ের সীমাবদ্ধতায় আমরা অপরবাস্তব - ৪ কে বেঁধে ফেলতে চাইনা । আপনার লেখাটি হতে পারে,- গল্প, কবিতা কিম্বা নিবন্ধ । ভিন্ন ভিন্ন স্বাদের , ভিন্ন আঙ্গিকের লেখা দিয়ে আমরা ব্লগেরই একটা চরিত্র অপরবাস্তব - ৪ এ তুলে ধরতে পারবো বলে আশা করছি । হাতে সময় একদমই কম । লেখা মনোনয়ন দেবার শেষ তারিখ তাই ৩১ জানুয়ারী পর্যন্ত সীমাবদ্ধ ।

উল্লেখ্য, অপরবাস্তব-৪ এর জন্য লেখার মনোনয়ন যারা দেবেন, যারা চূড়ান্ত বাছাই এ লেখা নির্বাচন করবেন, এবং বই প্রকাশের দুরূহ কাজটি সম্পাদন করবেন, তারা সবাই ব্লগার । এর সঙ্গে কর্তৃপক্ষের কোন যোগ নেই । অর্থাৎ অপরবাস্তব-৪ আপনার, আপনার নিজেরই সম্পদ, তাই একে সর্বাঙ্গ সুন্দর করে তুলবার জন্য আপনার আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য । সবার জন্য শুভকামানা । বিশেষ দ্রষ্টব্য- ১. মনোনয়ন যারা দিচ্ছেন, ব্লগনিকের সঙ্গে নিজের নামটিও লিখবার অনুরোধ রইলো, আপনার লেখা নির্বাচিত হলে, বইতে আপনার নামেই যাবে, তাই নামটি দরকার ।

২. আপনি নিজের লেখা মনোনয়ন দিচ্ছেন মানে আমরা ধরেই নিচ্ছি লেখা প্রকাশে আপনার অনুমতি আছে । কিন্তু সহব্লগার বন্ধুদের লেখার মনোনয় যারা দিচ্ছেন, সংশ্লিষ্ট সেইসব লেখকদের যদি কোন আপত্তি থাকে, মন্তব্যের ঘরে জানিয়ে গেলে বাধিত থাকবো যোগাযোগ :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.