আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ অপরবাস্তব

আ মা র আ মি

একে একে কত বছর পেরুলো, ১ ২ ৩ করে এবার বের হতে যাচ্ছে অপরবাস্তব ৪। ব্লগে ঢুকে অপ্সরার স্টিকি পোস্টটা পড়ে ভালোই লাগলো, যাক এবারও তাহলে বের হচ্ছে অপর বাস্তব। আর স্বাভাবিক ভাবেই আগের অপরবাস্তব বের হওয়ার সময়গুলো এক ঝলকের জন্যও মনে পড়েছিলো। একটিভ ব্লগারের সংখ্যা কম থাকার কারনেই হয়তবা অপর বাস্তব ২ বের হওয়া উপলক্ষে আমার মত মানুষেরও ডাক পড়ছিলো। সে সময়ে অপরবাস্তব নামে একটা নিকও খোলা হয়েছিলো, অপরবাস্তব সঙ্ক্রান্ত সব ঘোষনাগুলো ঐ নিক থেকেই দেয়া হত Click This Link আমরা কালপুরুষ'দার বাসায় বা আজিজে যখন যেভাবে পেরেছি একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতাম আর কাজগুলো করার চেষ্টা করেছিলাম।

আমি সম্পাদনা বুঝি না, লেখার ভালো মন্দও ভালো বুঝি না, কিন্তু ঐ কাজের সাথে থাকতে পেরে ভালো লেগেছিলো খুব। হতে পারে, কিছু সমালোচনার কথা এড়াতেই গতবছর অপরবাস্তব বের করার উদ্যোক্তা হিসাবে আবির্ভাব হলো লোকালটকের। তারপর কিভাবে যে অপরবাস্তব ৩ বের হল তা আমার জানা নেই। তবে লেকালটক রহস্যের কারনেই মনেহয় ঐ কাজের সাথে আমার সম্পৃক্ততা ছিলো না, শুধু বই মেলায় গিয়ে দেখলাম অপরবাস্তব বের হয়েছে। এবারও অপরবাস্তব বের হওয়া নিয়ে গতবারের মতই কেমন যেন লুকোচুরি লুকোচুরি খেলা হচ্ছে।

এটা ঠিক, অপরবাস্তব বের করার জন্য কাওকে না কাওকে তো উদ্যোগটা নিতে হবে, জানা গেল কৌশিকের অনুরোধে এবার দায়িত্বটা নিয়েছে অপ্সরা। দারুন বিষয়, ব্লগে তার জনপ্রিয়তা ভালো, তার উদ্যোগে সাড়াও মিলেছে তাই দারুন! কিন্তু অপরবাস্তব বের করাটা শুধু মাত্র একজন মানুষের উদ্যোগে হয় না। অপ্সরার পোস্টেই অনেকে এ বিষয়ে জানতে চেয়েছে, কিন্তু তেমন কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। ধারনা করা যায় গতবারের মত এবারও অপরবাস্তবের টিম কাজ করবে, কিন্তু অপর বাস্তব টিমটা কাদের নিয়ে? কারা সিদ্ধান্ত নিলো এবারের অপর বাস্তবের বিষয়বস্তু অথবা সময়কাল? আসলে তারা কি এককভাবে এ সিদ্ধান্ত নিতে পারে? ব্লগাররা অপ্সরার পোস্টে যে ব্লগগুলোর লিংক জমা করছেন সে লেখাগুলো আসলে যাচাই করবে কে? আমি আমার লেখা অপরবাস্তবে প্রকাশের সিদ্ধান্তের জন্য আসলে কাকে লেখা জমা দিচ্ছি? তাদের উপরে আমাদের কি আস্থা আছে? সেটা জানার আগে তাদের পরিচয়টা আমাদের জানা দরকার। আমার মত একজন সাধারণ ব্লগারের এত কিছু আসলে জানারও হয়তো দরকার নেই।

অপরবাস্তটা বের হলেই হলো, গতবছর এমন চিন্তা থেকেই এ বিষয়ে কোন খোঁজ খবর রাখিনি। কিন্তু আমি একজন ব্লগার হিসাবে নিজেকে এ ব্লগের একটা অংশই মনে করি। আর এ ব্লগের একটা প্রকাশনা এই ব্লগকেই উপস্থাপন করে। সুতরাং এ ব্লগের প্রকাশনার দায়িত্ব কাকে এবং কাদেরকে দেয়া হচ্ছে, সেটা জানার অধিকার কিন্তু ব্লগের সবারই আছে। অপ্সরাকে ব্লগার হিসাবে চিনি, যে পরিচয় পুরাটাই ভার্চুয়াল।

ব্যক্তিগত পরিচয়ের কারনেই জানি কৌশিক, শরৎ, বাকিবিল্লাহ, রাহা কে, কিন্তু তারাও হয়তবা অনেকের কাছেই শুধুমাত্র একটা ভার্চুয়াল ক্যারেক্টার ছাড়া আর কিছু না। এমন ভার্চুয়াল যোগাযোগের মধ্য দিয়ে একটা কিছু প্রকাশ পেলে তাতে খানিকটা মজা থাকতে পারে ঠিকই, কিন্তু তাতে দায়বদ্ধতার জায়গাটা অনেক কম থাকে। আমি সবসময়ই সব কাজে যৌথায়নে বিশ্বাস করি। আমার মনেহয় এ প্রকাশনায় এখানে যতবেশী ব্লগারদের সম্পৃক্ত করা যাবে অপরবাস্তব বের করাটা তত সফল হবে। আর তাছাড়া এ ব্লগে চলতে চলতে অনেক প্রতিভারই দেখা পাওয়া যায়, যাদের সম্পৃক্ততার ফলে অপরবাস্তব হয়ে উঠতে পারে আরও সমৃদ্ধ।

উপরের কথাগুলো আসলে অনেক অগোছালো, ইদানীং আসলে গুছিয়ে ওভাবে লিখতেও পারি না কেন যেন। যাইহোক, মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো অপরবাস্তব বের হওয়া নিয়ে যেন গতবারের মত লুকোচুরি লুকোচুরি খেলা না হয়। যতটা সম্ভব ব্লগারদের একত্রিত করে সবার মতামতের ভিত্তিতে যেন সিদ্ধান্তগুলো নেয়া হয়। অন্তত সকলের কাছে গ্রহনযোগ্য একটা সম্পাদকমন্ডলী/ টিম যেন থাকে, আর যদি ইতিমধ্যেই তা গঠন করা হয়ে থাকে তা যেন ব্লগে প্রকাশ করা হয়। অপরবাস্তব প্রকাশের দায় বা সফলতার অংশ যেন হয় ব্লগের সবাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।