আমাদের কথা খুঁজে নিন

   

অপরবাস্তব এবং চলমান বিতর্ক

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

অপর বাস্তবে আমার কোন লেখা নাই, আরেকটু সোজা করে বললে আমার কোন লেখা প্রকাশের যোগ্য বিবেচিত হয় নাই তাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দুএকটি কথা বলছি । আসলে অনেকটা বিরক্ত হয়েই বলছি এই ব্যাপারটি নিয়ে অনেক বেশী বাড়াবাড়ি (আমার দৃষ্টিতে) দেখে । অপরবাস্তব প্রকাশের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়েই বলছি "লেখা প্রকাশের আগে অবশ্যই অনুমতি নেবার প্রয়োজন ছিলো" । সামহোয়্যারের অনুমতি থাকলে আর ব্লগারদের অনুমতি প্রয়োজন হয়না এই যুক্তি দেয়া হলেও এইরকম একটি চমৎকার উদ্যোগকে প্রশ্নমুক্ত রাখতে অনুমতি নেয়া হলে সেটা ভালো হতো । আমার ধারণা যে অধিকাংশ লেখকই সানন্দে অনুমতি দিতেন ।

যারা অনুমতি দিতেননা তাদের অনুমতি নেয়ার চেষ্টা করা যেতো, আর একেবারেই না দিতে চাইলে সেটি প্রকাশ না করলেই হতো । এতে প্রকাশনার মানের বিরাট কোন হেরফের হতো বলে মনে হয়না । এখনও দেখা যাচ্ছে যাদের লেখা প্রকাশ হয়েছে তারা প্রায় সবাই ব্যাপারটিতে খুশী । আপত্তি করেছেন একমাত্র নিধিরাম সর্দার এবং মাহবুব মোর্শেদ । মাহবুব মোর্শেদ একবার এটার প্রতিবাদ করলেও এটিকে চৌর্যবৃত্তি বা চুরি ইত্যাদি কোন কিছু বলেন নাই ।

আর নিধিরাম সর্দারের বক্তব্য " স্বীকার করেন অনুমতি নেয়া হয় নাই, অনুমতি নেয়ার উচিত ছিল, না নেয়ার জন্য আপনারা সরি। " তার কথাও যুক্তিযুক্ত এবং তিনিও চোর, চৌর্যবৃত্তি এইসব শব্দ ব্যবহার করেন নাই । কিন্তু দেখা যাচ্ছে যাদের লেখা অপরবাস্তবে নাই তারাই এটি নিয়ে সবচেয়ে বেশী মাতামাতি করছেন । কৌশিক, শরৎ, রাহাকে কোন প্রকার আলোচনার আগেই চোর ট্যাগ দিচ্ছেন, ব্যাবসায়ী মনোবৃত্তির কারণে তারা চুরি করেছেন, তহবিল আত্মসাত করেছেন ইত্যাদি চূড়ান্ত রকমের আপত্তিকর কথা বলছেন । একের পর এক আক্রমণাত্মক পোষ্ট দিচ্ছেন, ছবি বিকৃত করছেন ।

কৌশিক, শরৎ বা রাহার কোন ব্যাখ্যাই তাদের কাছে গ্রহণযোগ্য নয় । এই ব্যাপারটিই খটকা লাগছে । কৌশিক, শরৎ বা রাহাকে অনুমতি না নেয়ার জন্য কাঠগড়ায় দাড় করাচ্ছেন অপরবাস্তবের লেখকরা নন, ভিন্ন কেউ, এটি নিয়ে সবচেয়ে সোচ্চারও ভিন্ন কেউ । একটি ব্যাপার কারো না বোঝার কথা নয় যে কৌশিক, শরত বা রাহা কাজটি করেছেন ব্লগারদের প্রতি ভালোবাসা থেকে, ক্ষুদ্র ব্যবসায়িক মনোভাব থেকে নয় । তারা পরিশ্রম করেছেন দিনের পর দিন, পুজি খাটিয়েছেন নিশ্চিত লস জেনেও, তাদের কাজকর্মে অপেশাদারিত্ব ছিলো কিন্তু তাই বলে তাদের সাথে যে আচরণ করা হচ্ছে তা কোনভাবেই তাদের প্রাপ‌্য নয় ।

এমন নয় যে যাদের লেখা নেই তারা সমালোচনা করতে পারবেনা । অবশ্যই সমালোচনা করার অধিকার সবার আছে । তাদের কাজের সমালোচনা করা যায় কিন্তু তারও একটি ন্যূনতম সীমারেখা থাকা উচিত । শুভাকাংখী হলে কাজের প্রশংসাও করতে হয় সেই সাথে ভুলটুকু দেখিয়ে দেয়া । এই কাজটি একমাত্র জেবতিক আরিফ ছাড়া আর কাউকে করতে দেখলামনা ।

বরং অনেকের আচরণেই শত্রু ভাবটি কদর্যভাবে প্রকাশ পেয়েছে । এই ব্যাপারটি দু:খজনক । কারো কোন ভালো উদ্যোগের প্রশংসা না করতে পারি অন্তত: তাদের চরিত্র হনন করার মত হীন চেষ্টা আমাদের করা উচিত নয় । কৌশিক, শরৎ, রাহা বা অপরবাস্তবের কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনিনা কিন্তু তারপরও আমার মনে হয়েছে তাদের উপর করা এই অন্যায়ের প্রতিবাদটুকু সামহোয়্যারের একজন ব্লগার হিসাবে করা প্রয়োজন । অপরবাস্তব-২ এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ আপনাদের উদ্যোগের মাধ্যমে অনেক ব্লগারেরই লেখাকে প্রথম ছাপার অক্ষরে দেখার সুযোগ করে দেবার জন্য ।

আপনাদের উদ্যোগের যে ভুল ভ্রান্তি ছিল তা আগামীতে শুধরে নেবেন আশা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.