আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের গণজাগরন প্রজন্ম চত্বর মঞ্চ যখন আমাকে বিব্রত করে...

কয়েকদিন আগের কথা। নিয়মিত না দেখলেও মাঝে মাঝে বিভিন্ন টিভিতে মধ্যরাতের রাজনীতিবিদদেরকে নিয়ে টকশো দেখি আর কি। আমার মাথায় এটা আসে না যে, এই অনুষ্ঠানগুলো এত রাত্রে হয় কেনো ? এদের দর্শক কি শুধুই প্রবাসী বাঙ্গালীরা ! তা না হলে ঐ সময়ে আমাদের কারো দেখার কথা না। কারন এত রাত জেগে থাকলে সবাই ঘুমাবে কথন আর সকালে উঠে অফিসেই বা যাবে কখন। যেহেতু সকালে যানজটের কারনে অফিসের জন্য বের হতে হয় নির্ধারিত সময়ের কমপক্ষে ২ ঘন্টা আগে।

যা বলছিলাম, বর্তমানে আমরা ব্লগাররা নিজেদের গর্বিত মনে করি। কারন শাহবাগের এমন একটি উদ্যোগ এসেছে এই আমাদের মত ব্লগার ভাইদের পক্ষ থেকেই। ফিজিক্যালি সেখানে উপস্থিত না থাকতে পারলেও মনে প্রানে সেখানে থাকি সবসময়। আমরা এই উদ্যোগের সফলতা কামনা করি সবসময়। মাত্র কয়েকদিন মধ্যরাতে এমন একটি টিভি টকশোতে উপস্থিত ছিলেন এক ব্লগার ভাই শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক (যতদূর মনে পড়ে আরিফ জেবতিক) আর একজন রাজনৈতিক বিশ্লেষক (উপস্থাপকের ভাষায়) (যদিও আমরা জানি মনে প্রানে তিনি একজন বর্তমান সরকারের সমর্থিত অন্যতম আলোচিত ব্যাক্তি।

) টিভিতে লাইভ অনুষ্ঠানগুলোতে প্রশ্ন শুনতে ভালই লাগে । সরাসরি বলে কথা ! হঠাৎ এক দর্শক ফোনে বলতে শুরু করল ব্লগার ভাইকে ধন্যবাদ জানিয়ে যে, সেও তাদের ঐ কর্মকান্ডকে মনে প্রানে ভালোবাসে, সমর্থন করে। কিন্তু যে কথাটি কয়েকবার রিপিট করল সে, আর তা হলো , " ভাই, আপনার পাশে যে বসে আছে , ঐ সব চোর বাটপারদের সঙ্গে না বসাই ভালো। ঐ সব চোর বাটপারদের সঙ্গে আর বসবেন না.... !" এভাবে বলতেই থাকলো., আর তখন উপস্থাপক তাকে (টেলিফোন কারী) বললেন এমন অশ্লীল ভাষা ব্যবহার না করতে এবং স্বভাবতই লাইনটি কেটে গেল আর যা বুঝার বুঝা গেলো। এমনি হয়েছে আজকের অবস্থা।

শাহবাগের গণজাগরন মঞ্চে যখন দেখি সক্রিয় বর্তমান রাজনৈতিক দলের একটি সংগঠনের সা.স এবং সভাপতি বক্তব্য দেয়.........। আসলে এটা কি না করলেই নয়। এই আন্দোলনকারীরা যে সক্রিয় রাজনৈতিক ব্যক্তিদের সেখানে সহ্য করতে পারে না, তার উদাহরন বর্তমান সরকারের একজন মন্ত্রী যথন সেখানে গিয়ে সেখানকার জনসাধারনের ক্ষোভের মুখে বক্তব্য না দিয়েই চলে আসতে বাধ্য হন। তাহলে সেই মঞ্চে কেনো আমরা তাদের দেখতে পাই। আমরা মনে প্রানে একাত্ততা ঘোষনা করি শাহাবাগে সকলের সহিত।

আমরা মনে প্রানে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। কিন্তু খারাপ লাগে , বিব্রত বোধ করি যখন ইমরান ভাই ঘোষনা দেন আর পাশ থেকে বলা হয় চিলাইওনা, আস্তে বল... এমন কিছু শুনতে পাই। এই আন্দোলনের ক্রেডিট নেয়াই কি উদ্দেশ্য তাদের? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।