আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের মোড়

জীবনকে উপভোগ করতে চাই জ্ঞান অর্জনের মাধ্যমে সব ক,টি পথ মিশে গেছে শাহবাগের ঐ মোড়ে, ফাঁসির দাবীতে ছুটছে সবাই নেইতো কেউ ঘুমের ঘোরে। একাত্তরের প্রজম্মরা জেগেছে আজ নতুন করে, কাঁপছে দেখো সারাটি দেশ কাল বোশেখীর নতুন ঝড়ে। শ্লোগান মিছিলে মুখরিত পথ চারিদিক দেখো চেয়ে, আবালবৃদ্ধ বনিতা যায় জীবনের গান গেয়ে। ফাঁসি চাই ফাঁসি চাই বলে চারিদিকে উঠে ধ্বনি, নতুন করে এ যেন এক নতুনের আবাহনী। এ জাগরণ জোয়ারে আজ যাবেইতো খুনীরা ভেসে, রাজাকারহীন সোনার বাংলা দেখবোই অবশেষে। --------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।