আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের ডায়েরী

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা এই মূহুর্তে সবচেয়ে সৌভাগ্যবান বাঙালিদের মধ্যে আমি একজন। কারণ আমার কর্মস্থলই হলো শাহবাগ। বলা চলে প্রজন্ম চত্বরের ওপরেই। শাহবাগে যাওয়ার জন্য আমাকে বাড়তি কোন সময় বের করতে হয়না। কাজ করতে করতে শ্লোগান শুনি,জানালা দিয়ে উত্তাল জনসমূদ্র দেখি।

আবার কাজে মন দেই। চা খেতে নীচে নামি। নীচে নামলেই তো প্রজন্ম চত্বর। শাহবাগের চারপাশ ঘিরে এখন ব্যাপক নিরাপত্তা। সকালে পিজিতে ঢোকার মুখে র‌্যাব বেষ্টনী পেরুতে হলো।

একজন র‌্যাব অফিসার পথ আগলালেন। -ব্যাগে কি আছে? - সবই আছে। বলা বাহুল্য আমার উত্তরে র‌্যাব মহোদয় বিরক্ত হলেন। বললেন, -চেইন খুলুন। - ব্যাগের? র‌্যাব মহোদয়ের মেজাজ খারাপ হলো মনে হয়।

র্যা বের লোকেরা মানুষের চোখে ভীতি দেখতে পছন্দ করে , কৌতুক না। আমি চেইন খুললাম (ব্যাগের)। র‌্যাব ব্যাগে উকি দিয়ে দেখলেন -দুটি বই,দুটি খাতা মত প্যাড, একটি স্টেথো, একটি এপ্রোন এবং একটি পতাকা। র‌্যাব আমার মুখের দিকে তাকালেন। আমি ও তাকালাম, সাথে এক টুকরো হাসি।

-বললাম না সব ই আছে। আমার পরিচয় বহন করবার মত সবই এখানে আছে। র‌্যাবও প্রতি উত্তরে একটি হাসি দিলেন। বললেন-আপনাদের জন্যই তো আমরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।