আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ কি সত্যি সত্যি চাঁদে গেছে ? নাকি যেতে পারবে ?? আসুন সত্যটা যাচাই করি

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি।
1969 সাল 16 July নীল আ. আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইক কলিন্স চাঁদের উদ্দেশ্যে রওনা করেন । Apollo 11 ছিল তাদের বাহন । তারা 20 July সেখানে পৌছে এবং ২ ঘন্টা ঘুরেএবড়ায়। যাই হোক শেষে তারা কিছু পাথর নিয়ে হাজির হয় ।

ইত্যাদি... ইত্যাদি.........
আমাদেরকে ভুল বুঝিয়ে আর কতদিন রাখা হবে । বলা হয় 1969 সালে মানুষ চাঁদে পদার্পণ করে । কিন্তু আমি সিওর না যে ঘটনাটি সত্য নাকি বানানো । এখন হয়ত আপনারা বলবেন, কেন ভাই ? আপনার এই মহাসত্য সম্পকে৴ confused কেন ??
আসুন দেখি যারা এটি বিশ্বাস করে না তারা কি বলে:
সবার আগে এই ভিডিও দেখুন ।
1974 সালে বিল কেসিং নামের একজন আমেরিকান তার " We Never Went to the Moon" বইয়ে এসব যুক্তি উপস্থাপন করেন ।


আসুন দেখি যারা এটি বিশ্বাস করে তাদের যুক্তি:
কি এতক্ষণ থেকে বিরক্ত করলাম? ভাবছেন আমি আসলে কি বলতে চাইছি? চাদে মানুষ গেছে নাকি যায় নি? আমি কোনটার দিকে তাই না? কিন্তু আমি confused. কেননা কোন যুক্তিই এটার ঠিক আবার কোনটা এটার। কি করবো আমরা বিশ্বাস নাকি অবিশ্বাস??????
আল্লাহ তায়ালা সপ্তম সতাব্দিতে মানুষকে জানিদিয়েছেন সব৴প্রথম সফল হবে।
اقتربت السا عة وانشق القمو
অথা\ অতি নিকট সময়ে চন্দ্র বিদীণ৴ (অভিযান সফল হবে) হবে। (ক্কামার-১)
তাই এখনো অভিযান সফল হয়েছে এটাই অধিকতর যুিক্ত যুক্ত বলে আমার মনে হয়।
আর যদি না গিয়ে থাকে তাহলে ভবিষ্যতে অবশ্যই যাবে বলে আশা করি ।

ইনশাআল্লাহ
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.