আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন মুভি প্রিন্টের সকল টার্মের মানেঃ ক্যাম, টেলিসিন্ক, আর-৫, স্ক্রিণার ইত্যাদি

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
অনলাইনে যারা মুভি ডাউনলোড করেন যেকোন সাইট বা টরেন্ট থেকে ফাইলের নামে সাথে নানারকম ইতং-বিতং দেখতে পান। কিছু উদহারণঃ A Prophet 2009 SUBBED DVDSCR XviD-BeStDivX Alvin and the Chipmunks The Squeakquel 2009 REPACK R5 LINE XviD-D3M0NZ The Informant! 2009 BRRip XviD AC3-SANTi অনেকেই হয়ত জানেন এই শব্দগুলোর মানে....যারা জানেন না তাদের জন্য এই পোষ্ট.... এই শব্দগুলো দিয়ে মুভির কোয়ালিটি বোঝায়...একটা সময় ছিল যখন ডিভিডি রিলিজ হলে এর তার রিপ (ডিভিডি থেকে বড় ফাইলটার কম্প্রেস করা ছোট সাইজের ফাইল) করে অনলাইনে আপলোড করা হয়ত..কিন্তু টেকনোলজির বির্বতনে ডিভিডি রিপের আগে ও পরেও এখন নানা ফর্মাটে মুভির রিপ পাওয়া যায়.... CAM এটা হচ্ছে সরাসরি হল প্রিন্ট...দেখা মানে সময় নষ্ট....ডিজিটাল ক্যামেরা দিয়ে লুকিয়ে হলের কোন-কানা থেকে এটার ভিডিও করা হয়....মাঝে মাঝে ক্যামেরা নড়ে যায়...সামনে দিয়ে লোক হেটে যায়...কথা শোনা যায় না...এবং ঝাপসা রং ছাড়া প্রিন্ট.... TELESYNC এটার প্রিন্ট ক্যাম প্রিন্টই...পার্থক্য যেটা সেটা হলো সাউন্ডে...এটার অডিও এক্সার্টানাল অডিও সোর্স (যেমনঃ হেড ফোন) থেকে রেকর্ড করা হয়...অনেকক্ষেত্রেই ক্যামের চেয়ে ভালো প্রিন্ট পাওয়া যায় যদি খালি সিনেমা হলে বা প্রোজেকশন রুম থেকে ভিডিও করা হয়। DVD-SCREENER এটা হলো মূল ডিভিডি প্রিন্টের প্রি ভার্সণ....এটার কোয়ালিটি ডিভিডির মতই...কিন্তু এটাতে নানারকম ওয়াটার মার্ক লেখা থাকে সাধারনত:...এগুলো প্রমোশনাল কাজে নানা জায়গায় পাঠানো হয় R5 এটা হচ্ছে পাইরেসিকে টেক্কা দেবার জন্য মুভি ইন্ড্রাস্টির চেষ্টা...মূলত রাশিয়া জোনের জন্য এই প্রিন্ট বের করা হয়...এটা হলো কম খরচে, লো কোয়ালিটি প্রিন্টের ডিভিডি...যেটা বের করা হয় স্ক্রিণার প্রিন্টের সময়েই...বেশির ভাগ সময়ে এটাতে ইংরেজী ডাব থাকে না...সেসময় এর উপর হল থেকে ইংরেজী অডিও ডাব করা হয় এবং লেখা থাকে- R5 LINE WORKPRINT এই ভার্সনে পুরো মুভিটি থাকে না..ডিভিডি তৈরি করার সময়ে নন-প্রসেসড ভার্সন এটা। DVDRip এটা হলো ফাইনাল ডিভিডি রিলিজ..চমৎকার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি...ফাইল ফরম্যাট সাধারনত: DivX/XviD থাকে। BDRip বাজারে পাওয়া যায় এমন প্রিন্টের মধ্যে সবচেয়ে ভালো প্রিন্ট..এটার রিপ করা হয় ব্লু-রে ডিস্ক থেকে...ফাইল সাইজও থাকে বড়... আরো তথ্য পাওয়া যাবে উইকিতে
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.