আমাদের কথা খুঁজে নিন

   

হিয়ার মাঝে বাস করে যে

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

কার কাছে জমা রাখা যায় বেদনার ইতিহাস! হঠাৎ লিখে ফেলা কবিতা নিজের দখলে নিয়ে ঘোষণা করে দেবে আমার ঋণ আর বলবে, এখন থেকে সব কবিতা আমার চাই! কে করে দেবে গোপন কান্না অনুবাদ! যা কিছু হারাবার, হারিয়ে গিয়ে হয়েছে ভালোই বলে দেবে, ভুল মানুষের জন্য কবিতা দীর্ঘকাল লিখতে নেই বলবে, আমরাও একরাত চাঁদ দেখে কাটাবো বৃষ্টিশহর ঘুরে বেড়াবো এক রিকশায়! আমি ভুল চিনি না, মানুষ চিনি না চিনি শুধু হিয়ার অনুরণন হিয়ার মাঝে বাস করে যে হিয়াবাসিনী চিনি তার হাতের রেখা - চন্দ্র হাসি ভোরদেখা চোখ না বলা ভালোবাসি জানি তার প্রণয়ের আয়োজন! আর জানি সেখানে আমি নিষ্প্রয়োজনীয় ভীষণ!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।