আমাদের কথা খুঁজে নিন

   

হিয়ার মাঝে



শিখতে শিখতেই লিখা হয়ে যায়। বনজ বৃহস্পতিকাল আমার বড় প্রিয়। আরো প্রিয় ঘরের খিলান। নিরাপদ নিশীকাব্যের জোড় যাপনে বার বার তাকিয়ে থাকার শক্তি। না থাক কিছুই।

তবু আছে হিয়ার মাঝে জমে থাকা শিশিরকণা। চাইলেই ঢেলে দিতে পারি। যে শিখাটি নিভে যাবার জন্য ডানা ঝাপটায়, তাকেও নিয়ে যেতে পারি ভিন্ন গ্রহপ্রবাহে। এর সবই তোমার কৃতিত্ব। যাকে কেবলই সাজিয়েছি বিরহে।

দিতে পারিনি এতোটুকু ধ্বনিরাঙা সবুজ বিত্ত । ছবি- নিসার হোসেইন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।