আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ ও মানবদেহের মজার তথ্য

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
মানুষের দেহের সবচেয়ে মজবুত পেশী হলো জিহ্বা। নবজাতকের হাঁটুতে কোন বাটি [শহববপধঢ়ং] থাকে না। দুই থেকে ছয় বছরের মধ্যে এটা দেখা যায়। প্রতি সেকেণ্ডে শরীরের ভেতর প্রায় দেড়কোটি লোহিত রক্তকণিকার জন্ম-মৃত্যু হয়। চোয়ালের হাড় হলো সবচেয়ে শক্ত হাড়।

সবচেয়ে দ্রুত মানুষের শরীরের চুলের কোষ উৎপন্ন হয়, এরপরই অস্থিমজ্জা [নড়হব সধৎৎড়]ি। পাকস্থলিতে প্রায় সাড়ে তিনকোটি পাচক গ্রন্থি আছে [ফরমবংঃরাব মষধহফং]। ঘরের অধিকাংশ ধুলাই হলো আপনার গায়ের মরা চামড়া। গাজর অনেক বেশি খেলি আপনার গায়ের রঙ কমলা হয়ে যাবে। যতো ঠাণ্ডা ঘরে ঘুমাবেন ততো বেশি দু;স্বপ্ন দেখবেন।

কোন কাগজকেই সাতবারের বেশি ভাঁজ করা সম্ভব না বুদ্ধিমান লোকদের চুলে বেশি জিঙ্ক ও কপার থাকে। চোখ খোলা রেখে হাঁচি দেয়া অসম্ভব। মহাশূণ্যে মানুষ কিছুটা লম্বা হয়ে যায়, কারণ সেখানে সে মধ্যাকর্ষণ বিহীন অবস্থায় থাকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.