আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু পরিবর্তনঃ বিপন্ন নদী; বিপর্যস্ত জীবন

আমি ঢাকায় থাকি

নদী বিধৌত পলল সমভূমি দ্বারা গঠিত পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ আমাদের এই বাংলাদেশ। এই দেশের উপর দিয়ে জালের মত বিস্তৃত রয়েছে অসংখ্য নদী। যা বাংলার গৌরব। ঊর্বর মৃত্তিকা এখানকার সভ্যতার জয়যাত্রা তথা মানব বসতি, কৃষির পত্তনের সঙ্গে সঙ্গে গ্রাম, নগর- বন্দর গড়েছে ওই নদী। শাখানদী, উপনদী মিলে দেশে নদীর সংখ্যা প্রায় ৭০০।

কিন্তু দুঃখজনক যে পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার মত আন্তর্জাতিক নদীসহ দেশের সব নদী ক্রমান্বয়ে নব্যতা হারাচ্ছে। শুষ্ক মৌসুমে নদীগুলোর পানি কমে এমন অবস্থায় দাঁড়ায়, যাকে দেখলে আর নদী বলে মনে হয় না। নদী মাতৃক এই দেশে নদীর অবস্থা ক্রমান্বয়ে যেভাবে সংকুচিত হচ্ছে, তাতে আগামী কয়েক বছরে নদীর প্রবাহতা থাকবে কিনা সন্ন্দেহ। রাজধানী হিসেবে ঢাকাকে গরে তোলা হয়েছিল মূলত নদীর কথা চিন্তা করেই। এই নদীর তীরেই গরে ওঠে ঢাকা ।

ঢাকার চারিপাশ জুড়েই চক্রাকারে প্রবাহিত ছিল নদী। কিন্তু তার বর্তমান অবস্থা খুবই শোচনীয়। বুড়িগঙ্গা, তুরাগ নদীগুলির পানি দূষিত বর্জে এমনই বিষাক্ত হয়ে পড়ছেযে, এ সমম্ত নদীগুলিতে কোন মাছের অস্তিত্ব নেই। নদীর নব্যতা হ্রাস পাওয়ায় দেশের অনেক যায়গাই হালকা নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। তাই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নদীগুলির সংস্কার এখনই অপরিহার্য হয়ে পড়েছে।

সহজ ও স্বল্প ব্যায়ে পরিবহন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত যানজট নিরসনের স্বার্থে এবং সাহিত্য- সংস্কৃতির অনন্য উ?সমুখ আবহমান কালের বাংলার প্রাকৃতিক সৌন্ধর্য রক্ষার স্বার্থেই নদীগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। নদী নিয়ে হাজার বছর আগে চর্যাপদের কবিরা লিখেছিলেন, "ভবনই গহণ গম্বীর বেগে বাহি "। অর্ধ শতাব্দিকাল আগেও এক বাঙ্গালি কবি পদ্মা নদীর বিশালতা নিয়ে লিখেছিলেন, "গিহীন নদীর দুই পাড় দিয়ে আঁখি যায় যত দূরে "। আমাদের বর্তমান নদীগুলো দেখলে কি সেই দৃশ্য কি চোখে পড়ে ? বরং রবীন্দ্রনাথের " আমাদের ছোট নদী " কবিতার কথাই মনে পড়ে। আমরা যদি নদীর প্রতি মনোযোগী না হই, তবে এমন একসময় আসতে পারে যখন আমাদের নানা বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।