আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশটা এখন কোথায় যাচ্ছে?

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

১টা ঘটনা বলি, আজ রিকসায় বেরিয়েছিলাম,তো রিকসার জ্যামে গেলাম আটকে।হঠাত আমার রিকসাওয়ালা আরেকটা রিকসাওয়ালাকে ওভারটেক করার সময় দুই রিকসার চাকায় গেল আটকে।অন্য রিকসাওয়ালাটি রিকসা থামিয়ে নেমে এল।তার মাথার ঝাকড়া চুলগুলো এখোনো সবটা পাকেনি।জলজলে চোখদুটোতে এখনো অনেক প্রান আছে বোঝা যায়।....শুরু হল দুই পখ্খের অকথ্য গালাগালি।আমি যতই থামানোর চেস্টা করি না কেন কে শোনে কার কথা।কথাকাটাকাটির এক পর্যায়ে পৌড় রিকসাওয়ালাটি প্রচন্ড খোভের সাথে বলল,"বন্দুক ধইরা দ্যাশটা স্বাদীন কইরা কি অইল,কি অইল,অ্যা?অহন চালাইতাছি রিকসা.....আর তর মত পুচকা পোলার সাতে করতে অয় জগড়া....."বলতে বলতে গলাটা ধরে এল তার।রিকসার চাকা ছাড়াতে ছাড়াতে বলে যাচ্ছে সে,''অহন রাজাকাররাই হইল মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারা হইল রাজাকার....অহন সবই চলে....।" বন্ধু আপনি কি আপনার উত্তর খুজে পেয়েছেন, দেশটা এখন কোথায় যাচ্ছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.