আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রাবতীর বাসভবন এবং কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি ছবি

আমি নিজে রুফ গার্ডেনার এবং আমি মনে প্রাণে চাই আমাদের এই শহরটির ছাদ সবুজে ভরে যাক।
এই মন্দিরে বসেই চন্দ্রাবতী রামায়ণ লিখতেন বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কিশোরগঞ্জ জেলার পাতোয়াইর গ্রামে। এটি কিশোরনঞ্জ শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত। পাতোয়াইর গ্রামের পাশেই ফুলেশ্বরী নদী। মধ্যযুগের প্রখ্যাত কবি দ্বিজবংশী দাসের কন্যা এই মহিলা কবি চন্দ্রাবতী।

বাল্যকালে চন্দ্রাবতীর বন্ধু ও খেলার সাথী ছিলেন জয়ানন্দ নামের এক বালক৷ জয়ানন্দের সাথে তার গভীর প্রেম ছিল। কৈশোর উত্তীর্ন হলে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে স্থির করেন ৷ বিবাহের দিনও স্থির হয় ৷ ইতিমধ্যে জয়ানন্দ অন্য এক রমনীর প্রেমে পড়ে যান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জয়ানন্দের সাথে বিয়ে না হওয়ায় তিনি আর বিবাহবন্ধনে আবদ্ধ হননি। চন্দ্রাবতী পিতার কাছে অনুমতি নেন যে সারা জীবন অবিবাহিত থেকে তিনি শিবের সাধনা করবেন ৷ তাঁর পিতা তার জন্য একটি শিবের মন্দির নির্মান করিয়ে দেন ৷ এই শিবমন্দিরে বসেই কবি চন্দ্রাবতী পূজা অর্চনা করতেন এবং রামায়ণ লিখতেন। চন্দ্রাবতীর বাসভবনের পিছনের কিছু অংশ বাড়ির ভিতরের কিছু অংশ চন্দ্রাবতীর একমাত্র উত্তরাধিকার এই মানুষটি এখন বড়ই অসহায় বাড়ির পিছনের দিকের আরেকটি অংশ শিবমন্দিরের ভিতরে দেখা গেল আজও বিদ্যমান সেই মুর্তিটি এই অংশটির মালিক এখন একজন মুসলমান ইতিহাসের স্মৃতি বুকে নিয়ে আর কতদিন থাকতে পারবে এই বাড়িটি শিব মন্দিরের পাশে আরেকটি মন্দির (সম্ভবত এটির নাম মনসা মন্দির) কিশোরগঞ্জ শহরের ভিতর এই বিশাল দিঘি (যা বত্রিশ প্রামানিক পরিবারের ) আখরা বাজার কিশোরগঞ্জ সার্কিট হাউজ সার্কিট হাউজের সামনে শোলমারা স্মৃতিস্তম্ভ আনসার ও ভিডিপি ফায়ারিং স্কোয়ার্ড ফসল বিহীন ক্ষেত গ্রামের ঈদগাহ মাঠ শীতের সকালে গ্রামের ছোট্ট শিশু নিজের বয়স উনি খুব জোর গলায় বললেন ১০৫ দেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয় এই শোলাকিয়া মাঠে শোলাকিয়া মাঠের কোনায় এই গাছটির সঠিক বয়স কেউ বলতে পারে না কিশোরগঞ্জের বৃহৎ মসজিদ এইটি আমার ছবি ব্লগসমুহঃ ১।

আমার ছাদে বাগানের ছবি পোষ্ট-০১ ২। আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ০২ ৩। একটি ব্যতিক্রমধর্মী কৃষি শিক্ষা সফর ৪। ঈশা খাঁর জংগল বাড়িতে একদিন
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।