আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের আড়ালে চলে যাওয়া এক চন্দ্রাবতীর জন্মদিন আজঃ শুভ জন্মদিন কবি মেহেরাজ শারমিন


প্রকৃতি প্রেমের কবি- মেহেরাজ শারমীন

শব্দের মায়াবী বুননে মুগ্ধ করে রাখে কবি মেহেরাজ শারমীন। ব্লগের এক সুপরিচিত মুখ- যার কবিতায় আছে প্রেম, প্রাকৃতিক নৈসর্গ্য, আর মানবতা। কবির ভাষায়, “নরোম তনু মেলেছে অঙ্কুরিত সভ্যতার উন্মেষ; এ আমারই সৃষ্টি ”।

নন্দিত এ কবি নিপাট সত্য জীবনের কথাগুলো তুলে আনেন অপূর্ব কাব্য মহিমায়-

শারদ সন্ধ্যা , মূক প্রতিমা , প্রার্থনারত বোকা কিশোরী
নবজাতক ও এক ফাঁকে বুঝি হয়েছিল ধ্যান-যোগী !
পড়ন্ত বিকেল চলে চলে যায়
পড়পড় আবেশে মৌনতা এল শেষে
তবু আসেনি কিশোর , ফেরেনি এক যুগ বিশ্বাস ।


নন্দিত এ কবি তার নৈসর্গিক প্রেমের উপলব্ধি প্রকাশ করেছেন এভাবে-

আজ গৌধূলী রাগে সাঁঝ প্রদীপ প্রার্থনায় এসেছি ; কৃপাপ্রার্থী আমি ,
আমি তোমাকে হারাতে চাই না
আমি তোমাকেও হারাতে চাই না
ভালবাসি তোমাদের , আজীবন অকারণ শ্রদ্ধায় আরাধনায় ।



কবি মেহেরাজ শারমীনের কবিতা পড়ে কিছু মুগ্ধ পাঠকের উক্তি-

তোমার কবিতা আমার কাছে পুরোটা নেশার মতো । এতটা মনোযোগ দিয়ে খুব কম কবিতাই পড়ি । আমি আন্তরিকভাবে তোমার কবিতায় তৃপ্ত ।

এক মুঠো হাসির প্রথম স্ট্যানজাটি এক চিলতে হাসি এনে দিল, হাসি মিলিয়ে যায়নি তবে তার মাত্রা বা থ্রিল প্রবাহিত হয়েছে আ্যড্রিনালিনের ভেতর দিয়ে, অভিনন্দন ডক্টর, অভিনন্দন পাহাড়ী, শুভেচ্ছা অজস্র।

তোমার কবিতা লিখার ক্ষমতা দেখে আমি অবাক আপুমনি।

কবিতাটি আমার প্রিয়তে নিলাম। আমি অনেকবার পড়লাম যখন শেষ হয়ে যায় আবার পড়ি। আমাকে পেয়ে আমি ভালবাসায় ভিজলাম কিছুক্ষণ দাঁড়িয়েয় অনুভব করলাম পবিত্র জলের মত টলটলে ভালোবাসার স্পর্শ। শ্বাস যতক্ষণ আছে ভিতর থেকে বাহিরে ততদিন আছি ভালবাসা নিয়ে।

আমি কবিতার ভক্ত ।

ভিন্ন মাত্রার ভিন্ন স্বাদের বিশাল এই কাব্য আমাদের উৎসর্গ করার জন্য ধন্যবাদ কবি । পড়ে গেলাম বার বার ।

পুরো কবিতাটিতে অসুন্দরের ভেতর সেচে সুন্দরকে নিংরানো হয়েছে শিল্পের আচরে । বেশ উপভোগ্য কবিতার জন্যে আবারও অভিনন্দন প্রিয় বোন পাহাড়ীকে ।


বইমেলায় নিজের লেখা বইতে অটোগ্রাফ দিচ্ছেন কবি মেহেরাজ শারমীন

কবি জোনাক পাহাড়ী এভাবেই সারা ব্লগময় আলো ছড়ান ।

সবার প্রিয় এই কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একঝাঁক জোনাক ইতিমধ্যেই পাঠক মহলে সারা ফেলেছে । কাব্যগ্রন্থটি সাংবাদিক, কথাসাহিত্যিক আনিসুল হক কর্তৃক প্রশংসিত ।


এক ফ্রেমে একঝাঁক জোনাকের পাঁচ কবি ।

একঝাঁক জোনাকের এ কবি পড়ছেন চট্রগ্রাম মেডিকেলে। পড়াশুনা সংসার সামলে লিখে চলেছেন অবিরাম ।

কবিতা যার প্রেম তাকে একঘেয়েমিতে আটকে রাখার সাহস পায় না। তাইতো মাঝে মাঝেই কবি বলে উঠেন চল যাযাবর হই । কবি সব ব্লগারদের এক সুতোয় বেধঁছেন তার একটি কবিতায়- একঝাঁক জোনাক আলো ।



আজ অমর একুশের পরদিন সবার প্রিয় কবি মেহেরাজ শারমীনের জন্মদিন । ব্লগের প্রাণ ভোমরা এ নান্দনিক কবির জন্মদিনে আসুন সবাই শুভেচ্ছা জানাই ।





মেঘের আড়ালে চলে যাওয়া এক চন্দ্রাবতীর জন্মদিন আজ । চন্দ্রা কথা দিয়েছে সূর্য সন্তান কোলে নিয়েই ফিরে আসবে সে ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।