আমাদের কথা খুঁজে নিন

   

একটি সংবেদনশীল সংবাদ........শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ডিজিটালযুগ

কত দিন পরে দেখা হল ....

আজ সিলেটের লোকাল কাগজগুলোতে একটি সংবাদ বেশ গুরুত্ব পেয়েছে। তাহলো গত রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে এক শিক্ষকের সাথে এক সাংবাদিকের অসৌজন্যমূলক আচরনের ঘটনা। বিএনপি পন্থী্ ওই শিক্ষক শাবির যুগান্তর প্রতিনিধির কাছে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের এভিডেন্স আছে কিনা তা জানতে চান। পরে তিনি ওই সাংবাদিককে নাকি বলেন, রবিবারে সেগুলো নিয়ে একটু তার সাথে দেখা করতে। এসময় ওই সাংবাদিক ক্ষিপ্তহয়ে নাকি বলে 'আপনাকে কোন এভিডেন্স দেখাতে পারবো আপনি পারলে সংবাদের প্রতিবাদ দেন না হয় যা পারেন তাই করেন' এ ঘটনার পর উপস্থিত অন্য এক শিক্ষক নাকি তার এমন আচরনের প্রতিবাদ করেন।

এর পরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্বাচনস্থল ও আবাসিকহলের সামনে ব্যাপক গোলযোগ সৃষ্টি করে। পরে ওই সাংবাদিক উক্ত শিক্ষককে উদ্দেশ্য করে নাকি অকথ্যভাষায় গলিদেন। একটি বিশ্বস্ত সূত্রে জানাযায়, রাত ১২ টার দিকে নাকি ছাত্রলীগের কর্মীদের নিয়ে ওই শিক্ষেকর উপর হামলা করতেও নাকি উদ্যত হয় সে। আমার মনে আছে প্রাইমারীতে পড়ার সময় এক শিক্ষককে পথে সালাম না দেয়ায় পরে আমাকে বাড়ীতে বকা শুনতে হয়েছিল। আজকে এ ঘটনাটি পড়ার পর মনে হল শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের এ কোন যুগে আমরা এসে পড়েছি যখন একজন শিক্ষকে একজন ছাত্র মারতে যায়, গালিগালাজ করে? আজকে নাকি ওই শিক্ষকে বিহস্কারের দাবীতে ক্যাম্পাসে শাবির সাংবাদিকরা মানব বন্ধন ও করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.