আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রেমে অনঢ় -গেঁথে রাখতে পার না

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ভেঙে গেলে কত নাম- বালির ঘর কিংবা ঘর তাসের আর টিকে গেলে সোনায় সোহাগা, ভাগ্য বটে... যা দেখা যায় তাইতো দেখে, অদেখা আর দেখে ক’জন! খোঁপায় তোমার প্রজাপতি হয়ে বসেছিলাম, জান? জানো না, ভেবেছিলে ওটা নকল, অনঢ় মানেই কি নিষ্প্রাণ? বরং দেখেছিলে প্রজাপতি পূর্বের রূপ - শূককীট, ওটা দেখতে নির্জীব , তাই না - ঘেন্না ধরেছিল কিম্ভুত দর্শনে সেই ... তারপর প্রজাপতি হয়ে সেই তোমাতেই যখন উড়ে গেছি... ততদিনে ভুলে গেলে। নিষ্প্রাণ আর প্রাণের তফাৎ ছোট বেলাতেই তো মানুষ শিখে যায়, তুমি কেনো শিখলে না। সোনায় সোহাগা ভুবন এ বন্দীতো , চোখে ভেজা পর্দা কান্নাটাও নিজে আর চিনতে পার না তাই, মরু ঝড় আসবেই ; শুকিয়ে যাবে বাষ্পটুকুও । তখন তৃষ্ণায় কাতরাবে, না , এসব অভিশাপ নয়, আত্ম যন্ত্রনা আর ঐ যে অনঢ় রূপের ইতিকথা যা সাগরে হারানো জল কণার মত গুপ্ত। আমি আবার প্রজাপতি হব, ঘন কালো পাখনা হবে তোমার খোঁপায় মিশে যাবে নকশা করা দেহ, তখন? তখন কি অনুধাবনের জোৎস্নায় ভেজা ভেজা রাতের উঠোন ভিজে উঠবে না তোমার হারিয়ে যাওয়া হাসির মায়ায়? না মনে হয়, তুমি প্রজাপতি আর ভাল বাস না, তুমি আজকাল ভালবাস দামী ফ্রেমে স্টিফ করে রাখা মৃত প্রজাপতির শো পিস, আমাকেও কি ওভাবে কাচের ফ্রেমে গেঁথে রেখে দিতে পারনা ...তোমার অবসর কালের জন্য । ২০/০১/২০১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.