আমাদের কথা খুঁজে নিন

   

নিজামী সমাচার

পরে বলব

‘শুনলাম আপনার প্রশ্নটা। ’ উত্তর দেবেন না? জবাব এল, ‘বাস মিস হয়ে গেছে। ’ প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তির প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলের আমির মতিউর রহমান নিজামী এ কথা বলেন। সম্মেলনে নিজামীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে জোট সরকার ক্ষমতায় থাকাকালে তাঁরা কী করেছিল।

জামায়াত নানা সময় বলেছে, পার্বত্য শান্তিচুক্তির কারণে বাংলাদেশের এক-দশমাংশ ভারত হয়ে যাবে। তাহলে ভারত হলে কবে হবে? আর ক্ষমতায় গিয়ে কেন এই চুক্তি বাতিল করেননি? এ প্রশ্নের জবাবে নিজামী উপরিউক্ত কথাগুলো বলেন। লিখিত বক্তব্যে নিজামী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে উভয় দেশের যুক্ত ইশতেহারে তিনটি চুক্তির শিরোনাম উল্লেখ করা হয়েছে। কিন্তু ওই সব চুক্তিতে কী আছে অদ্যাবধি দেশবাসী তা জানে না। ’ অথচ লিখিত বক্তব্যেই তিনি বলেছেন, ‘তিনটি চুক্তিই ভারতের প্রয়োজনে এবং নিরাপত্তার স্বার্থেই স্বাক্ষরিত হয়েছে।

’ নিজামী আবার বলেন, ‘সম্পাদিত তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক এবং যৌথ ইশতেহারে পুরোপুরি ভারতীয় কূটনৈতিক সাফল্যের প্রমাণ বহন করে। ’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজামীর কাছে জানতে চাওয়া হয় যে চুক্তিতে কী আছে জানেন না, তাহলে এটা যে ভারতের স্বার্থে করা হয়েছে—এটা কীভাবে বুঝলেন? জবাবে মতিউর রহমান নিজামি বলেন, ‘আমি জানি না—এটা ঠিক, আবার যা বলেছি—এটাও ঠিক। চুক্তির ডিটেইল (বিস্তারিত) পত্রপত্রিকায় আসেনি। আমি যা বলেছি আপনাদেরই কোনো না কোনো সহকর্মীর লেখায় এসেছে। আপনি বলুন সবই কি প্রকাশ হয়েছে? যদি হয়ে থাকে প্রকাশ করুন, তাহলে আমিও করব এবং আমার মত প্রত্যাহার করব।

তথ্য সুত্র : প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।