আমাদের কথা খুঁজে নিন

   

কালকের ঘটনা ছাত্রদল করে নি ওটা ছাত্রলীগেরই কাজ

কখনো সময় আসে জীবন মুচকি হাসে...ঠিক জেনো খুড়ে পাওয়া চোদ্দ আনা...আশা রাখি পেয়ে যাব বাকি দু আনা।

কাল যে ঘটনাটা ঘটে গেল তা সত্যিই অনাকাঙ্খিত। আজ বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান রূপকার ছাত্রদলের আদর্শ প্রাক্তন সামরিক শাসক বাংলাদেশকে স্বাধীনতার পর আবারও স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেয়া,সেই চির বিশ্বাসঘাতক,যাকে কিনা মীরজাফর আলী খাঁয়ের সাথে তুলনা করলেও কম হবে,এক মুখোশ ধারী প্রয়াত রাষ্ট্র নায়ক তারেক জিয়ার শ্রদ্ধেয় আব্বা মেজর জেনারেল জিয়াউর রহমান কমল এর ৭৪তম জন্ম দিন। স্বাগত হে নেতা,দুঃখিত আপনাকে আমার মহান নেতা বলা উচিত ছিল,কিন্তু বলতে পারছি না--আপনার অতীত কর্মের জন্য। আপনিই সেই নেতা যে কিনা আওরঙ্গজেবের মত ধর্ম নিয়ে মানুষের ভেতর পার্থক্য করেছেন,নামায কয় ওয়াক্ত পড়তেন আদ পড়তেন কিনা সে বিষয়ে আমি প্রশ্ন তুলছি না,তবে যেভাবে ধর্মকে ঢাল করে আপনি অগ্রসর হয়েছেন তা এক কথায় মচৎকার (মজার সাথে চমৎকার)।

স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনার মদদ দান এক কথায় শৈল্পিক। আপনিও রাজনৈতিক এক মহান শিল্পি--- আপনার সেই অমর বাণীই আমাদের মনে করিয়ে দেয় সেই কথা--"I will make politics difficult for the politician" আহা কি বাণী। আজ রাজনীতি সুবিধা বাদী সুযোগ সন্ধানিদের একটা ব্যবসা মাত্র-- যা কিনা আপনারই শুরু করা একটা কাজ...যা আজ ফুলে ফেপে একাকার। আপনার খাল খনন কর্মসূচিও যদি এমন ভাবে সফল হত---আফসোস---আমি ঢাকা থেকেই নৌ পথে বাড়ি ফিরতাম...আফসোস,হে নেতা। আপনি যেভাবে ছাত্র রাজনীতিকে কুলশিত করে গেছেন ছাত্রদের হাতে আস্ত্র তুলে দিয়ে তার ফল আমরা আজ হাতে হাতে পাচ্ছি।

টুকু ভাইয়ের এই পরিনতির জন্য পরোক্ষভাবে আপনিই দায়ী একবার শুধু দেখেন কিভাবে আজ ছাত্র রাজনীতি আজ আমাদের কাছে ঘৃনার এক অধ্যায়। আমরা ভুলে গেছি অতীতের ছাত্রদের গৌরবের গাঁথা তবে আমি কিন্তু মানছি না, হে নেতা যে কালকের কাজ আপনার গড়া ছাত্রদলের ...... "আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল" কখনোই এই কাজ ছাত্রদল করতে পারে না,এটা আওয়ামী ছাত্রলীগেরই কাজ ওদের ভাড়াটে গুন্ডাদের কাজ,যদিও বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্রদল গ্রুপ বলেছে ওরাই বৃদ্ধ টুকুর ভাড়াটে সন্ত্রাসীদের তাড়িয়েছে,টুকুকে শিক্ষা দিয়েছে..তবে কিন হে নেতা এটা টুকুর কাছে কোন ব্যাপারই না..... আপনার ছবি সব সময় টুকু চাচার মানষপটে না,তার কি আর এতে কিছু এসে যায়। আজ আপনার জন্মদিন,আপনার জন্মদিনের আগের দিন আপনার এক সৈনিককে এভাবে মার খেতে হবে তা আমরা আশা করি নি হে নেতা। তবে যাই হোক। আমরা রাজ পথ ছাড়ছি না হে নেতা।

টুকু ভাইয়ের সাথে আমরাও লড়ে যাব। আপনার পুরানো সাথী জামায়াত শিবির তো আছেই আমাদের কাছে,ভয় কি হে নেতা। আজ ওরা আরো শক্তিশালী। আজ নেতার জন্মদিনে শপথ, ছাত্রলীগকে নির্মূল করা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.