আমাদের কথা খুঁজে নিন

   

কালকের বৃষ্টি এবং নেক্সট জেনারেশন গেম

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
আজ আমি ফার্মগেটে গেছিলাম নিজের কাজে। চলে আসার পর আবার আমি গেলাম লালমাটিয়াতে। আসার সময় প্রচন্ড বৃষ্টিতে আটকা পরলাম। আমি আগের দিনও গিয়েছিলাম ফার্মগেটে। আগেরদিন অবশ্য গেছিলাম গেম কিনতে।

আমি আগেরদিন Wanted Weapons of Fate, Wheelman গেমগুলো কিনেছি। কেনার পর আমি যখন মেসের দিকে রওনা হলাম তখন শুরু হল শিলাবৃষ্টি। আমি তখন নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম এবং নামাজ পড়ে ফিরে এলাম। ফিরে এসেই দেখি একটা বাস এসেছে আমি দৌড় দিয়ে উঠে পরলাম। উঠার পর আমি বাসের জানালা দিয়ে বৃষ্টি দেখছি।

আমি আসলে বৃষ্টি দেখছি না। আমি আসলে সেডারের ব্যাপারটা হিসার নিকাশ করছি। বৃষ্টির পানি যেভাবে চুয়েচুয়ে পরছে তাতে দেখলাম যে আমরা Unreal Engine 3 তে যে গ্রাফিক্স পাই তার সাথে হুবুহু মিলে যায়। আমি আরও কিছু লক্ষ্য করলাম যে বৃষ্টির পানিগুলো যেভাবে রাস্তাতে পরছে তা একেবারে TimeShift গেমের সাথে মিলে যায়। বরং গেমটিতে একটা জিনিস বেশি করেছে যে সময়কে থামিয়ে দিলে বা স্লো করলে বা পেছনে নিয়ে গেলে প্রতিটা বৃষ্টির কণারও ঠিকমতই অবস্থান পরিবর্তন করে।

আবার পানির বিন্দুগুলো রাস্তাতে আঘাত করে যেভাবে ছিটকে যায় সেভাবে GTA 4 এ ছিটকিয়ে যায়। আবার বৃষ্টির মধ্যের বাতাসে বৃষ্টি যেভাবে বাকা হয়ে যায় বা কিছুটা দিক পরিবর্তন করে তা Beowulf the Game এ চমৎকারভাবে দেখিয়েছে যখন বেওউল্ফ সাগরে তার বড় নৌকাতে করে নিজের সৈন্য নিয়ে রথগারের রাজ্যে গ্রান্ডেল নামে দৈত্যকে শিকার করতে যাচ্ছিল। আর সবগুলোই ঠিকভাবে ব্যবহার করেছে প্লেস্টেশন ৩ এক্সক্লুসিভ গেম হেভি রেইন এ। গেমটি অবশ্য এখনও রিলিজ পায়নি। যদি কেউ দেখতে চান তবে সার্চ করে এর ট্রেইলার দেখতে পারেন।

তবে বৃষ্টির এই সেডার স্টিল ইমেজে ভাল মত বোঝা যায় না। তাই দয়া করে স্টিল ইমেজ দেখে কেউ ভাববেন না যে আমি বাজে কথা বলছি। আরও অন্যান্য গেমে অনেক জিনিস ভাল মত দেখানো হয়েছে। যেমন Sega Rally Revo তে কাদা, পানি, বরফ ইত্যাদি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আরও ভাল হয় প্লেস্টেশন ৩ এক্সক্লুসিভ গেম MotorStorm গেমটি দেখলে।

এই গেমটাতেও চমৎকারভাবে রাস্তাঘাটের কাদা, মাটি, পানি ইত্যাদি দেখানো হয়েছে। কেউ যদি Gears of War 2 যেটা একটা এক্স বক্স ৩৬০ এক্সক্লুসিভ গেম দেখে থাকেন তাহলে নিশ্চই দেখবেন যে নায়কের পায়ে ধুলা লেগে যায় আপনি যদি তাকে নিয়ে ধুলার মধ্যে হাটেন। আবার কেউ যদি Stranglehold গেমটা দেখে থাকেন তাহলে দেখবেন এতে একটা মিশন আছে বৃষ্টির মধ্যে। ঐ মিশনটা আমার খুব প্রিয় কেননা চমৎকার বৃষ্টিতে ভেজা যায় সেখানে। তবে এতকিছু ভাবার পর আমার মনে হল যে এই বৃষ্টিতে [বাস্তবে ]একটা জিনিস আজকে অতিরিক্ত আছে যেটা হল বরফ।

আমি বরফ রাস্তাতে আঘাত হানতে বা বরফ চাকাতে লেগে ছড়িয়ে যেতে অনেক গেমে দেখেছি কিন্তু আমি কোন গেমে দেখিনি যে বৃষ্টির সাথে বরফ পরছে। আমি তুষারপাত হওয়াও দেখেছি গেমে কিন্তু ঐ যে বললাম শিলাবৃষ্টি দেখিনি। তাই আমার মনে হল যে আমি যে নেক্সট জেনারেশন গেমটি ডেভেলপ করব তাতে অন্তত একটা লেভেল থাকবে বৃষ্টিতে। আর সেই বৃষ্টি হবে বরফযুক্ত। তবে মনে করবেন না যে আমার ঐ গেমটিতে আগের বাংলা সিনেমার অশ্লীল দৃশ্যের মত বৃষ্টিতে নায়ক এবং নায়িকা থাকবে।

আমার আশা আছে যে আমি যে গেমটি বানাব সেটিতে আমার গেমের বীর বৃষ্টিতে হাতাহাতি করবে। আর প্রতিটি মারে ছিটকে পরবে পানি। আর বরফ তো আছেই। তবে এটি করলে ভাল হবে যে হঠাৎ করে বড় বরফ পরবে যার আঘাতে বীরের লাইফ কমবে। সমস্যা নাই, শত্রুর লাইফও কমবে।

রাস্তায় বুড়ো মানুষ থাকলে মারা যেতেও পারে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.