আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদলের সংঘর্ষে রণক্ষেত্র ঢাবি

সৈয়দ মুতনু

রক্তক্ষয়ী সংঘর্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রদলের দু’গ্র“পের মধ্যে ভোর সাড়ে ৬টা থেকে বেলা ১টা পর্যš- থেমে থেমে এ সংঘর্ষ হয়। ঘটনাকালে ব্যাপক গোলাগুলি, বোমাবাজি, টিয়ার শেল, ইট-পাথর নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তারা প্রকাশ্যে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে এবং অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ে। এছাড়া চাপাতি, রড-হকিস্টিক, লাঠিসহ ধারালো অস্ত্রও ব্যবহার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কমপক্ষে ৩০ রাউন্ড গুলি ও ২০-২৫টি বোমার বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এক পর্যায়ে লাঠিচার্জও করে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কেএম সাইফুল ইসলাম খান, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রমনা জোনের এডিসি নুরুল ইসলাম, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও সাংবাদিকসহ অর্ধ শতাধিক আহত হন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.