আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদলের একি তান্ডব !!!



ঢাকার সাভারের আশুলিয়া থানা ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি নিয়ে গতকাল শুক্রবার দুই ঘোষণা পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা জেলা ছাত্রদলের নেতারা মোহন হোসেনকে আহ"ায়ক করে আশুলিয়া থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। এর প্রতিবাদে সাভার উপজেলা ছাত্রদলের অধিকাংশ নেতা-কর্মী গতকাল আবদুল মালেককে সভাপতি করে পাল্টা কমিটি ঘোষণা করেন। গতকাল রাত পৌনে আটটার দিকে মোহনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকা থেকে একটি আনন্দমিছিল বের করেন। খবর পেয়ে মালেকের নেতৃত্বে পল্লি বিদ্যুৎ এলাকা থেকে পাল্টা আনন্দমিছিল বের করা হয়।

রাত সোয়া আটটার দিকে মিছিল দুটি পল্লি বিদ্যুৎ এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে মোহনের সমর্থক খায়রুল আলমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আয়ুব খান বলেন, মোহনকে আহ্বায়ক করে আশুলিয়া থানা ছাত্রদলের একটি পকেট কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীরা একজোট হয়ে পাল্টা কমিটি ঘোষণা করেন।

এ নিয়ে সংঘর্ষ হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.