আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন_ব্লগার বন্ধুরা

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্যে---একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? জীবন জীবনকে বাঁচায়। অসংখ্য শীতার্তদের জীবন বাঁচাতে আমরা কি সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না? মানুষ আর পশুর মধ্যে পার্থক্য চেতনাগত। মানুষ তার চেতনা দিয়ে নির্মাণ করেছে এই সুন্দর পৃথিবী ও তাঁর সভ্যতা।

আজ আমরা সভ্য জগতের মানবিক মানুষ। আমরা প্রত্যেকেই মানবতা-মনুষ্যত্বের দাবিদার। সেই আত্মোপলদ্ধি থেকে শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসা উচিৎ। এটা আমাদের সকলের দায়িত্ব-কর্তব্য। এ দায়িত্ব এড়ানো মানুষের কাজ নয়।

আমাদের সহযোগিতায় এই তীব্র শীতের মরণ ছোবল থেকে বেঁচে যেতে পারে অনেক মানুষ। তাদের মধ্য হয়তো কেউ আমাদের ছোট ভাই-বোনের মতো, কেউ দাদা-দাদির মতো, কেউ মা-বাবার মতো। একবার চিন্তা করে দেখুন---এদের কেউ যদি আপনার আমার বাবা- মা হতো, এবং শীতের কারণে তাঁদের মারা যাচ্ছে--তাহলে কি বন্ধু পারতে চেয়ে চেয়ে দেখতে? সামহোয়ার ব্লগার বন্ধুদের প্রতি তাই আমার সবিনয় নিবেদন এই যে, আমরা প্রতিদিন ২/৩ ঘন্টা শীত বস্ত্র সংগ্রহ করে অন্ততঃ এই রাজধানীর ভাসমান অসহায় শিশুদের দিয়ে কি তাঁদের জীবন বাঁচাতে এগিয়ে আসতে পারি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.