আমাদের কথা খুঁজে নিন

   

আগামীর বিশ্ব



চলুন এক নজরে দেখে ফেলি বিশ্বে কি কি ঘটতে যাচ্ছে ২০১০ সালের আগামী দিনগুলোতে.... ১. ২৩-২৯ জানুয়ারী : ৩য় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, ঢাকা, বাংলাদেশ। ২. ২৪ জানুয়ারী : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত জমা দেয়ার শেষ দিন। ৩. ২৬ জানুয়ারী : শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন। ৪. ২৯ জানু:-৯ ফে: ১১ তম এসএ( সাফ গেমস) গেমস, ঢাকা, বাংলাদেশ। ৫. ১২-১৮ ফে: কানাডার ভ্যাঙ্কুভার ও উইস্টলারে ২১ তম 'শীতকালীন অলিম্পিক"।

৬. ৩ মার্চ : ৮২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ৭. ৩-৭ মার্চ : গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট। ৮. ১২-২১ মার্চ : কানাড়ায় ১০ শীতকালীন প্যারাঅলিম্পিক। ৯. ৩০মার্চ-১ এপ্রিল : ৩২ তম আরব লীগ শীর্ষ সম্মেলন, ত্রিপোলি, লিবিয়া। ১০. ৩০এপ্রিল- ১৬মে : ৩য় টুয়েন্টি২০ বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ।

১১. ১মে-৩০ অক্টোবর : বিশ্ব বানিজ্য মেলা, সাংহাই, চীন। ১২. ১৬-২১মে : ১৮ তম ওয়ার্ল্ড হাইড্রোজেন এনার্জি কনফারেন্স। ১৩. ৯-১২ জুন : গ্লোবাল কনফারেন্স অন অ্যাকুয়াকালচার; ব্যাংকক, থাইল্যান্ড। ১৪. ১৫-২৫ জুন : দশম এশিয়া কাপ ক্রিকেট। ১৫. ২৫-২৭ জুন : ৩৬ তম জি-৮ শীর্ষ সম্মেলন, কানাডা।

১৬. ১১ জুন-১১ জুলাই : ১৯ তম ফিফা বিশ্বকাপ ফুটবল, দক্ষিণ আফ্রিকা। ১৭. ১ জুলাই : বেলজিয়াম ইইউ'র প্রেসিড়েন্ট হবে। ১৮. ২-১৫ জুলাই : ৫১ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড়; আস্তানা; কাজাখস্তান। ১৯.১৮-২৩ জুলাই : ১৮ তম ইন্টারন্যাশনাল এইড়স কনফারেন্স; ভিয়েনা; অস্ট্রিয়া। ২০. ২০ জুলাই : কলম্বিয়ার স্বাধীনতার ২০০ বছর পূর্তি।

২১. ২৮ জুলাই-৮ আগস্ট : এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল; ভারত। ২২.১৯-২৭ আগস্ট : বিশ্বের গণিতবিদদের ২৬তম আন্তর্জাতিক কংগ্রেস, হায়দারাবাদ, ভারত। ২৩. ৩১ আগস্ট : ইরাকে যুক্তরাস্ট্রের যুদ্ধাভিযান শেষ হবে। ২৪. ৩-১৪ অক্টোবর : ১৯ তম কমনওয়েলথ গেমস; নয়াদিল্লী, ভারত। ২৫. ২ নভেম্বর :যুক্তরাস্ট্রের মধ্যবর্তী নির্বাচন।

২৬. ১০-১৩ নভেম্বর :১৪ তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন; ব্যাংকক; থাইল্যান্ড। ২৭. ১২-২৭ নভেম্বর : ১৬ তম এশিয়ান গেমস; চীন। ২৮.১৩-১৪ নভেম্বর :১৪ তম অ্যাপেক শীর্ষ সম্মেলন; ইয়োকোহোমা; জাপান। সুত্র: ক্যারেন্ট অ্যাফেয়ার্স, সালতামামি'২০০৯।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।