আমাদের কথা খুঁজে নিন

   

আগামীর প্রতীক্ষায়...



ওয়েব দুনিয়ায় ব্লগের রমরমা দেখে বছর দুয়েক আগে এ নিয়ে পড়াশুনা করেছিলাম...টানা ৬/৭ দিন পড়াশুনা করে বুঝলাম, সবই আসলে ব্যবসায়িক ভাবনা, অনলাইন মার্কেটিং আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কৌশল। মনের ভাব প্রকাশের জন্য ব্লগ সবচেয়ে ভাল মাধ্যম, এটা স্বীকার করেই বলি, ব্লগিং মানুষের জীবন পরির্বতন করে দিতে পারে। এটা প্রথম ব্লগ, তাই নিজের সম্পর্কে কয়েকটা সরল স্বীকারোক্তি দিয়ে নিই, স্বীকারোক্তি না বলে উপলব্ধি বললেই মনে হয় ভালো হতো....আমি অন্য সবাইকে দেখে শেখার চেষ্টা করি, হয়তো অবদমিত মনে আশেপাশের অন্য অনেকের মতো হতে চাই, হতে পারিনা, নিজের ভুলের জন্য নিজে দুঃখভোগ করি এবং সেই দুঃখ হাসিমুখে বরণ করি, নিঃসঙ্গতা এবং বিষন্নতায় ভুগি তারপরও আমার কাজের জীবন আর মনের জী্বনকে দুই মেরুতে রাখার চেষ্টা করি, মানুষ বলেই হয়তো সব সময় পারিনা....কখনো মনে হয়, মরে গেলেই ভালো হতো, কিন্তু পরক্ষণেই মনে হয় পৃথিবীকে আমার দেয়ার কিছু এখনও বাকী রয়ে গেছে, পৃথিবীর কাছ থেকে আমি যা পেয়েছি, তার কিছুটা হলেও শোধ করে যেতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, নিজের "অল্প" ক্ষতি করে হলেও! আজ এটুকুই...মনটা একটু খারাপ, কেন জানিনা, কিন্তু কাজে মন বসছে না..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।