আমাদের কথা খুঁজে নিন

   

কি করলে মা আমার সুস্থ্য হয়ে যাবে



মা আমার খুবই অসুস্থ্য, আমি থাকি প্রবাসে । ডাক্তারের ঔষধে কাজ হচ্ছে না। তাই দিশামিশা না পেয়ে ভাবলাম, কথাটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের কাছ থেকে আমি কোন ভালো বুদ্ধি পরামর্শ বা উপদেশ পেতে পারি । প্লিজ কারো জানা থাকলে আমাকে সাহায্য করবেন। আজ চারদিনে পড়লো, মার হয়েছে শুকনো কাঁশি ।

কাঁশিটার আওয়াজ শুকনো বাঁশে বাড়ি দিলে যেমন ঠ্যাং ঠ্যাং করে ঠিক তেমন। একা ধারে কাঁশতেই থাকে থামতেই চায়না । কোন ভাবে সে আরাম পাচ্ছে না । কাঁশতে কাঁশতে দম যায় যায়। একেবারে বেহুশের মত হয়ে যায়।

গতকাল রাতে তাকে নিয়ে কান্না কাটি শুরু হয়ে গিয়েছিল । তাই আমি ও ভয় পাচ্ছি , সেই কারনে আপনাদের কাছে একটু সাহায্য চাইছি, কোন ভালো বুদ্ধি পরামর্শ বা উপদেশ যদি পাই। একতো সে বুড়া মানুষ (৭০) গত এক মাস ধরে সে অসুস্থ্য ছিল। কয়দিন পর পর জ্বর হতো। সমস্ত শরীর ব্যাথা, তারপর পা একটু ফুলে গিয়েছিল, বিশেষ করে পায়ের গোড়ালি ।

এসব কারনে কয়েক দিন সে ঠিকমত গোসল করতে পারে নাই। তাই চার দিন আগে এই ঠান্ডার মধ্যে মা, পানি গরম, না করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে । এই থেকে কাঁশির সুত্রপাত। যা এখন ডাক্তারের ঔষধে ও কাজ হচ্ছে না । তাই, আপনাদের কাছে একটু অনুরোধ করে বলছি ।

যদি আপনাদের কারো কাছে কোন অভিজ্ঞতা , উপদেশ , পরামর্শ বা এমন কিছু জানা থাকে তবে দয়া করে আমাকে জানাবেন। তাহলে আমার মা এই কাঁশি থেকে নিস্তার পাবে । আমি চিরকৃতজ্ঞ্য থাকবো। আপনারা ও ভালো থাকুন এই দোয়া করি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.