আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখে বাঁধ হচ্ছে না

oracle.samu@googlemail.com

খবর: ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, টিপাইমুখে বাঁধ নির্মাণ করবে না তারা। স�প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরকারী কমপক্ষে দুই ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেছেন, ১১ জানুয়ারি নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে শীর্ষ বৈঠকের পর শেখ হাসিনার সম্মানে দেওয়া নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। তখন তারা দুই প্রধানমন্ত্রীর কাছাকাছি ছিলেন বলেও জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই দু'জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা বলেন, মনমোহন সিং নৈশভোজের সময় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তারা টিপাইমুখ বাঁধ নির্মাণের সব কার্যক্রম বন্ধ করে দেবে। তবে মনমোহনের ওই সুস্পষ্ট আশ্বাস কেন প্রকাশ করা হয়নি তার কোনো ব্যাখ্যা দেননি হাসিনার ওই দুই সফরসঙ্গী।

সফরের সময় ভারত-বাংলাদেশ যৌথ বিবৃতিতে বহুলালোচিত এ বিষয়ে মনমোহনের আশ্বাসের বিষয়ে যেমন কিছু বলা হয়নি; তেমনি দেশে ফিরে প্রধানমন্ত্রীও সুস্পষ্ট কিছু বলেননি। শনিবার সংবাদ সম্মেলনে যখন হাসিনার কাছে জানতে চাওয়া হয় টিপাইমুখ বাঁধ না করার আশ্বাস দিয়েছে কি না দিল্লি- তখন তিনি বলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ ভারত করবে না বলে মনমোহন সিং সুস্পষ্ট আশ্বাস দিয়েছেন। টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্পে 'বাঁধ না ড্যাম হচ্ছে' এক সম্পাদকের এ প্রশ্নে শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, "আমরাও জানি না বাঁধ, না ড্যাম, না অন্য কিছু হচ্ছে। " ভারতের উত্তর পূবাঞ্চলীয় মনিপুর রাজ্যের টিপাইমুখে ভারতের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিতর্ক চলে আসছে। সূত্র : Click This Link মতামত: দুইটা সম্ভবনা আছে - ১।

খবর টা ভুয়া। ২। বিএনপির সরকার বিরোধী আন্দোলনকে কাউন্টার করার জন্য চেপে যাওয়া হয়েছে। সময় মত ছা্ড়া হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.