আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সাথে যৌথ ঘোষণা বাস্তবায়ন প্রতিহত করা হবে মওদুদ



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন- প্রধানমন্ত্রী ভারত গিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাংবাদিক সম্মেলনে দিকনির্দেশনা দিবেন। সেই মোতাবেক ভারতের সাথে দেয়া প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণা যাতে বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে। রাজপথে অবস্থান নিয়ে যৌথ ঘোষণার বাস্তবায়ন প্রতিহত করা হবে। শনিবার সন্ধ্যায় চৌমুহনী রেলওয়ে ময়দানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে জাতিকে অন্ধকারে রেখে তিনটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারকে স্বার ছাড়াও একটি যৌথ ঘোষনায় স্বার করেছেন। যাতে আমাদের দেশের নয়; প্রতিবেশী দেশের স্বার্থই শুধু রা পেয়েছে। এখন বোঝা যাচ্ছে কাদের মদদে এই সরকার মতায় এসেছে। প্রধানমন্ত্রী জাতীয়স্বার্থ রাায় শতভাগ ব্যর্থ হয়েছেন। তাই আমাদের জাতীয় স্বার্থ রাার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সামনে সরকারের দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিরোধে কঠোর কর্মসুচী দেওয়া হবে। তিনি আরো বলেন, এখন আমাদের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে ভারত। তাহলে ৭১ সালে আমরা কেন যুদ্ধ করেছি। আমাদের সংগ্রাম ছিল স্বাধীনতা ও স্বার্বভৌমত্ত্ব রা করার জন্য। অথচ প্রধানমন্ত্রী যৌথ ঘোষনার মধ্যদিয়ে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিনত করেছেন।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির তিন যুগ্ম মহাসচিব মো: শাহজাহান, সাংসদ বরকত উল্লা বুলু, মাহবুব উদ্দিন খোকন, জেলা জামায়াতের জেলা জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.