আমাদের কথা খুঁজে নিন

   

একেই বলে সভ্যতা............



চারদিকে রং বে রং এর বিশাল বিশাল তোরণ। প্রায় সহস্রাধিক মানুষ অমানুষিব পরিশ্রমে সেজে উঠছে পুরো অনুষ্ঠান এলাকা। আকাশ ছোয়া বাশের মিনার আর তোরণের দিকে তাকিয়ে যেন চোখ জুড়িয়ে যায়। শুধো বাশের তোরণ আর সাজসজ্জাতেই নাকি খরচ পড়ছে কয়েক লক্ষ টাকা। রাজধানীর র্ফামগেট-খামারবাড়ি টি.এন.টি অফিস সংলগ্ন মাঠটি এখন পুরোদমে সজ্জিত।

কি হবে এখানে ? ওরশ হবে। কুতুববাগ পাক দরবার শরীফের বার্ষিক ওরশ। আর তাই এ মহাসমারোহ। অনুষ্ঠান শুরু হলে নাকি থাকছে আরো অনেক চমক। ভূড়িভোজ থেকে শুরু করে কত কি......? একজন কর্মীকে প্রশ্ন করতেই জানালো," দরবার শরীফের ভক্ত্‌রাই সকল খরচ দিচ্ছে।

" প্রতিদিন যখন এই বিশাল বিশাল তোড়ন পেরিয়ে অফিসে যাই চেয়ে চেয়ে দেখি আর ভাবি," দেশের হাজার হাজার দরিদ্র মানুষ যখন তীব্র শত্য প্রবাহে সামান্য গরম কাপড়ের অভাবে অমানুষিক কষ্ট করছে, প্রতিদিন খবরের কাগজে দেখছি মৃত্যৃর সংবাদ.......তখন এখানে কত আনন্দ,বর্ণিল আলোকসজ্জা" আরো অবাক হই যখন যানতে পারি ওরশে যারা এই বিশাল খরচের দায়িত্ব নিয়েছেন তারা সবাই আমাদের এই সমাজেরই সম্মানিত, শিক্ষিত এবং সচেতন(তথাকথিত) নাগরিক। হায়রে সভ্যতা............!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।