আমাদের কথা খুঁজে নিন

   

একেই কি বলে সুখ-১



একবার এক আন্তর্জাতিক কনফারেন্সে ভারত যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সবার মত আমিও পরিবারের সবার জন্য কেনাকাটা করছিলাম। হঠাৎ দেখি খুব সুন্দর এক জোড়া বর-কনে পুতুল। একজন ভদ্রলোক শুধু কনে পুতুলটাকে কিনে নিতে চাইছিলেন। আর বিক্রেতা দুটোই গছাতে চেয়েও পারছিলেন না।

ভদ্রলোক নাছোড়বান্দা ধরনের। আমার এত কস্ট লাগল, মনে হল এ যেন আমি আর সে। ওই ভদ্রলোক এই সুন্দর জোড়াটিকে ভেঙ্গে দিতে চাইছেন। বুকের ভেতরটা যেন অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠলো। উহু এতো হতে দেয়া যায় না, কিছুতেই না।

আমাকে আরও দুদিন থাকতে হবে । হাতে বাড়তি টাকাও নেই। যা হবে দেখা যাবে ভেবে কিনে নিলাম পুতুল দুটো। যার মাশুল হিসেবে গোটা এট্টা দিন না খেয়ে ছিলাম। আমার খিদে একদমই সহ্য হয় না।

তবু মনে শান্তি ছিল। ফিরে এসে তাকেই দিলাম সেই উপহার। তেমন খুশির ঝিলিক দেখিনি তার দুচোখে। এট্টু কি কস্ট পেলাম? হয়তো!!!!!!! ভেবেছি বেটাছেলে তাই হয়তো আমি যেভাবে ভেবেছি সেভাবে আমার আবেগের মুল্যায়ন করেনি। আজ ৫ বছর পর খুব কাছাকাছি আমাদের বসবাস।

সেই পুতুলদুটো আজও আছে অযত্নে অবহেলায় অনেক হাবিযাবি জিনিসের সাথে এট্টা ড্রয়ারের কোনায়। তবু আছেতো ফেলে তো দেয়নি আমার মতো। হয়তো এটাই সুখ আর আমার মন যা খুজে বেড়ায় তা নিছকই বাড়াবাড়ি অথবা মরীচিকা। আপনাদের কি মত? (আজ আমার প্রথম পোস্ট। জানি না কে কিভাবে সাড়া দিবেন এট্টু যেন ভয় ভয় করছে।

তবু প্রায় এক বছর পর প্রথম পোস্ট দিলাম। ভয়কে করিব জয় এই পণ নিয়ে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।