আমাদের কথা খুঁজে নিন

   

ত্বকের প্রকৃতি জানুন টিসু পেপার দিয়ে

আতাউর রহমান কাবুল

ত্বকের প্রকৃতি জানুন টিসু পেপার দিয়ে ত্বকের যতেœর আগে ত্বকের প্রকৃতিটা জানা জরুরী৷ সাধারণত ত্বক হল পাঁচ রকমের৷ সাধারণ ত্বক (নর্মাল স্কিন), তৈলাক্ত ত্বক (ওয়েলি ত্বক), রুক্ষ ত্বক (ড্রাই স্কিন), মিশ্র ত্বক (কম্বিনেশন স্কিন ), সংবেদনশীল ত্বক (সেনসেটিভ ত্বক)৷ যদি আপনার ত্বকের প্রকৃতিটা জানা থাকে তাহলে ত্বক সংক্রান্ত যে কোন সমস্যারই খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন৷ কিন্তু কি করে জানবেন আপনার ত্বকের প্রকৃতি? এজন্য টিস্যু পেপার দিয়ে অনায়াসেই আপনার ত্বকটা কি প্রকার তা জানতে পারবেন৷ - সকালে উঠে আলাদা আলাদা টিসু পেপার দিয়ে মাথা, গলা, নাক হালকা করে মুছুন৷ কিন্তু রগড়াবেন না৷ যদি সব টিসু পেপারেই তেল লেগে যায় তাহলে বুঝবেন আপনার ত্বক তৈলাক্ত৷ - যদি নাক, থুতনী আর মাথায় তেল লাগে এবং গলাতে যে টিসুটা ব্যবহার করেছিলেন তাতে যদি তেল না লাগে তাহলে বুঝবেন আপনার ত্বক হল মিশ্র৷ - যদি টিসু পেপারে কোন তেল না লাগে তাহলে বুঝবেন আপনার ত্বক নর্মাল৷ - যদি অল্পতেই মুখে টান ধরে তবে বুঝবেন আপনার ত্বক ড্রাই অর্থাৎ রুক্ষ। সূত্র: ইন্টারনেট

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।