আমাদের কথা খুঁজে নিন

   

সাইফ সামির নির্বাচিত ২০০৯ সালের সেরা ১০টি মুভি+১৫টি রানার্স-আপ মুভি এবং সবচেয়ে হতাশাজনক মুভির তালিকা

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
গত বছরটি ছিল হলিউডের জন্য একটি স্মরণীয় বছর। মুভিপ্রেমীরা অনেকগুলো ভালো মুভি উপহার পেয়েছে। এই উপহারের বিনিময়ে অবশ্য বক্স অফিস গুণেছে কাড়ি কাড়ি টাকা! বছরের শেষ মাসে এসে মুভি গোর ও মুভি ক্রিটিকরা ব্যতিব্যস্ত হয়ে পড়েন বছরের সেরা মুভি কোনগুলো তার খোঁজে। আগ্রহ এতোটাই যে বছরটি শেষ হবার সময় দিতে চান না তারা। আমিও বছরের শেষ দিকে প্রস্তুতি শুরু করি সেরা মুভি নির্বাচনের।

এক পর্যায়ে ফেসবুকে মুভিপ্রেমীদের ফ্যান পেজ I Love Movies! এ মুভি ভক্তদের কাছে জানতে চাই ২০০৯ সালে তাদের সবচেয়ে প্রিয় মুভি কোনটি এবং সেরা মুভি কোনটি। (লক্ষ্য করুন প্রিয় মুভি এবং সেরা মুভি আমার কাছে ভিন্ন মাত্রা বহন করে। ) অবশ্য এর আগেই আমার প্রাথমিক নির্বাচন করে ফেলেছিলাম। ফ্যানদের মতামতের সঙ্গে আমার অনেক মিল-আমিল পেলাম। যা হোক, সেটা ছিল স্রেফ স্বল্প পরিসরে দর্শকদের অভিমত যাচাই।

যা বলছিলাম, প্রাথমিক নির্বাচনের পর মূল নির্বাচনটা করেছি গত দশ দিনে। বোঝা যায় কাজটা কতো কঠিন ছিল! এর মধ্যে অদেখা মুভিগুলো দেখে নিলাম। প্রাথমিক তালিকা থেকে প্রথমেই নির্বাচন করলাম সেরা ২৫টি মুভি। এক্ষেত্রে আমি মুভির জনপ্রিয়তা বা বক্স অফিস হিটের বিষয় গুরুত্ব দেইনি। যেমনটা আমি করে থাকি মুভি রেটিংয়ের বেলায়।

বাদ রেখেছি UK (একক প্রযোজনা) ও ভিন্ন ভাষার মুভি (আলাদা তালিকা হবে)। সেরা ২৫টি মুভি থেকে সেরা ১০ নির্বাচন করতে গিয়ে পড়েছি মহাবিপদে! কোনটা ছেড়ে কোনটা রাখি! কারণ সবগুলো বেশ ভালো মুভি। ২৫টির অধিকাংশই সেরা দশে স্থান পাবার যোগ্যতা রাখে। শেষ পর্যন্ত কাল রাতে সেরা ১০ নির্বাচন শেষ হলো। কিন্তু আমি যেটা করিনি তা হলো ক্রমিক নম্বর দেয়া, যার ভিত্তি আমার কাছে দূর্বল মনে হয়।

আমার এতো কষ্ট স্বীকারের কারণ একটাই মুভি দর্শকদের হাতে সবচেয়ে নির্ভরযোগ্য সেরা তালিকাটি পৌঁছে দেয়া। ২০০৯ সালেরর সেরা দশটি মুভি বর্ণাণুক্রমিক: (500) Days of Summer A Serious Man Avatar District 9 Inglourious Basterds Precious: Based on the Novel Push by Sapphire The Hangover The Hurt Locker Up Up In the Air রানার্স-আপ (সেরা ২৫টির অবশিষ্ট ১৫টি) মুভিগুলোর বর্ণাণুক্রমিক তালিকা: A Single Man Anvil: The Story of Anvil Bad Lieutenant Coraline Crazy Heart Fantastic Mr. Fox Harry Potter and the Half-Blood Prince Invictus Sherlock Holmes Star Trek The Princess and the Frog The Road Watchman Where the Wild Things Are Zombieland এবং সবচেয়ে হতাশাজনক মুভিটি হচ্ছে: Transformers: Revenge of the Fallen এখানে The Twilight Saga: New Moon মুভিটিও রাখা যেত। কিন্তু মুভিটির কাছে আমার প্রত্যাশা ছিল কম তাই হতাশার মাত্রাও কম! এছাড়া আরও ভালো হতে পারতো Terminator Salvation ও X-men Origins: Wolverine । সবশেষে আপনাদের কাছে আমার প্রত্যাশা হলো সেরা ২৫টি না হলেও অন্তত সেরা ১০টি মুভি মিস করবেন না! তাছাড়া আপনার বিবেচনায় সেরা মুভি কোনটি তা কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না যেন! হ্যাপি মুভি টাইম! ১০-০১-১০ সংযুক্তি: ২০০৯ সালের সেরা ১০টি বিদেশী (ইউকে+ইন্ডিয়া+অন্যান্য) মুভির তালিকা
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।