আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় বাবা-মার সামনেই ধীরে ধীরে মরনের দিকে এগিয়ে যাচ্ছে অসহায় শিশুটি......

ন্যায়-বিচার নিশ্চিত কর (যদি ও তাতে স্বর্গের পতন ঘটে)।

অনেকদিন হল এই পোস্টটা দিয়েছি। কিন্তু কোন সাড়া পাইনি। ওদিকে আলিফার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। জানিনা কি করব?? আলিফার জন্য কি কারও কিচ্ছু করার নেই??? সামুর কোন বন্ধুই কি নেই যে আলিফাকে বাচাতে এগিয়ে আসবে?? মানুষ কি আজকাল আর মানুষের বিপদে আগিয়ে আসে না?? আস্থা নষ্ট হয়ে যাচ্ছে... বন্ধুরা, ওর নাম আলিফা।

বয়স মাত্র ১৬ মাস। জন্ম থেকেই ও ভুগছে জটিল হার্ট এর সমস্যায়। প্রচন্ড কষ্টে ওর সুন্দর মুখ-খানি যখন বেঁকে যায়, ওর মা পারেনা ওর সে কষ্ট লাঘব করতে। চেয়ে চেয়ে দেখা ছাড়া ওর দরিদ্র মায়ের যে আর কিছু করার নেই। কারন ওর দিনমজুর বাবার পক্ষেও সম্ভব না ওর চিকিৎসা করানোর।

আর পারবেই বা কিভাবে?? ওর চিকিৎসার জন্যে যে মাত্র ২ লাখ টাকা লাগবে। সেই সামান্য টাকা যোগাড় করার সামর্থ নেই ওর দিনমজুর বাবার। মাত্র ২ লাখ টাকার জন্য এমন ফুটফুটে একটা শিশু মারা যাবে??? ওর জন্য কাজ করছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এর কিছু ছাত্র-ছাত্রী। কিন্তু পরীক্ষার ব্যস্ততার কারনে ওদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। তারপর ও ওরা সংগ্রহ করেছে ২০,০০০ টাকা।

তাই দিয়ে ওর চিকিৎসা করছেন ড নিজাম উদ্দিন আহমেদ(এইচ এম ও, সি এম সি) আর মাত্র প্রয়োজন ১,৮০,০০০ টাকা মাত্র। এ টাকা পেলেই একজন মা তার সন্তানকে হারাবেন না, এক বাবা তার মেয়ের মিষ্টি হাসি দেখা থেকে বঞ্চিত হবেন না। আর ফুলের মত সুন্দর ও নিষ্পাপ আলিফা পারবে উপভোগ করতে পৃথিবী্র রুপ-রস-সুধা। আলিফা বেচে থাকবে আমার-আপনার-সকলের প্রতি ভালবাসা বুকে নিয়ে। এই অল্প কটা টাকার জন্য যদি আলিফার চিকিৎসা বন্ধ থাকে সেটা হবে মানবতার পরাজয়।

আসুন আমরা আলিফাকে বাচাই, কষ্টে নীল হয়ে যাওয়া ওর মুখটায় আমরা হাসি ফিরিয়ে দেই। ** সংশোধনী- পিজি হাসপাতালের ডাক্তাররা আলিফাকে দেখে বলেছে টাকার পরিমানটা আরো কম লাগবে। বাংলাদেশে আলিফার চিকিৎসা মাত্র ১ লাখ ২৫ হাজার টাকায় করা সম্ভব। আমাদের লাগছে তাহলে আর মাত্র ১ লাখ ৫ হাজার টাকা। আলিফার ঠিকানাঃ আলিফা প্রযত্নে মো ইকবাল মানিক চৌধুরী ইকবাল মানিক চৌধুরীর বাড়ি চৌধুরীপাড়া,মদনহাট হাটহাজারী, চট্টগ্রাম।

আলিফাকে সাহায্য করতে যোগাযোগ করুন এই ঠিকানায়- খন্দকার নাজমুল আহসান একাউন্ট নং- ০১৩৬ ০০০০ ৮৮২০২ ডাচ-বাংলা ব্যাংক নয়াবাজার ব্রাঞ্চ ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.