আমাদের কথা খুঁজে নিন

   

অসহায়

প্রতিটি মানুষ তার প্রিয়জনের কষ্টের কাছে অসহায় তাদের কষ্টে বুকের ভেতর দুমড়ে-মুচড়ে যায় বোবা আর্তনাদে কেঁদে উঠে মন তবু মাঝে মাঝে কিছুই করার থাকে না শুধু অসহায় ভাবে চেয়ে দেখা ছাড়া চোখ ফেটে জল আসে সমস্ত অন্তরআত্মা হাহাকার করে উঠে তারপরও তাকিয়ে থাকতে হয় প্রিয়মানুষ অসুস্থ হলে মানুষ প্রাণপণ চেষ্টা করে তাকে সুস্থ করে তুলতে পৃথিবীতে উদ্ভাবিত সমস্ত পদ্ধতি বিদ্যা-বুদ্ধি কাজে লাগিয়েও মানুষের হাতে আসলে কিছুই থাকে না কারণ মানুষ তার নিয়তির কাছে অসহায় প্রিয় কেউ হয়ত কোন কষ্ট মনের ভেতর জমিয়ে রেখে গুমরে গুমরে মরছে মানুষ তার সবটুকু আন্তরিকতা নিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করে কষ্টের কারণ না জেনেই পরম মমতায় সেই ক্ষতে ভালবাসার প্রলেপ দিতে চেষ্টা করে তবুও অনেক সময় প্রশ্ন করতে পারে না কি হয়েছে ? কেন এত কষ্ট পাচ্ছ/পাচ্ছেন ? কারণ মানুষ তার অধিকারের সীমার কাছে বড়ো অসহায়..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.