আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকার কি ? মানবাধিকার কেন এবং কার জন্য ?

ভালো মানুষ হতে চাই

প্রথমেই মানবাধিকার নিয়ে কথা বলি। মানবাধিকার শব্দটিকে ভাঙ্গলে দু'টি শব্দ পাওয়া যাবে। একটি মানব, অন্যটি অধিকার। অর্থাৎ মানবাধিকার শব্দের মাধ্যমে বুঝানো হয়েছে মানুষের অধিকারকে। তাহলে মানবাধিকার হলো মানুষ হিসেবে তার মৌলিক অধিকার গুলোকে বুঝায়।

এবার বলি মানবাধিকার কেন এবং কার জন্য ? উপরে বলেছি মানবাধিকার হলো মানুষের অধিকার। কিন্তু কোন ধরনের মানুষের জন্য। তার আগে একটা কথা, আইনের দৃষ্টিকোন হতে পাগলকে দেউলিয়া হিসেবে ধরা হয়। অর্থাৎ পাগল আইনের আওতামুক্ত। কথায় বলে,"ছাগলে কি-না খায়, আর পাগলে কি-না করে।

" আমাদের দেশের সন্ত্রসীদের অবস্থাও ঠিক পাগলের মত। অবশ্য এতে করে পাগলকে অপমান করা হবে। কারণ পাগল নিজের অজান্তে কিছু ভালো কাজও করে থাকে। কিন্তু সন্ত্রাসীরা করে না এমন কোন অপরাধ নেই। একবার গ্রামের বাড়ীতে গিয়ে দেখি, পৌরসভার সব কুকুর ধরেই মেরে ফেলেছে।

নো যাচাই, পাগলা না ভালো। ঠিক সে রকম না হলেও, তার কাছাকাছি নিয়মে জোট সরকারের সময়ে শুরু হয় সন্ত্রাসী নিধন কার্যক্রম। সাধারণ জনগনের মাঝে একটা স্বস্তি আসে। অন্যদিকে তৎকালীন বিরোধীদল সহ মানবাধিকার সংস্থাগুলো সাথে সাথে আন্দোলনে নামে। এতে মানবাধিকার লঙ্গিত হচ্ছে।

হয়তঃ হচ্ছে। কিন্তু এসব সন্ত্রাসীরাই তো সাধারণ বা অসাধারণ জনগনকে ধরে বিচার ছাড়াই খুন করছে। তাহলে তাদের জন্য কিসের বিচার। এক মোল্লার কাছে শুনেছি, যারা একবার ঈমান এনে কালিমা পড়েছে তাদেরকে শেষ পর্যন্ত বেহেশত দেয়া হবে। এটা কতটা সত্য তা ধর্মীয় পন্ডিতরাই ভালো বলতে পারবেন।

তবে ইসলাম ধর্মের মত মানুষ রূপী সন্ত্রাসীরা মানুষ হিসেবে জন্ম নেয়ায় তার জন্যও শেষ পর্যন্ত মানবাধিকার রক্ষা করা উচিৎ। হয়তঃ সে জন্যই আমিও সে আন্দোলনে যোগ দেই। তৎকালীন বিরোধীদল বর্তমানে সরকার গঠন করেছে। কিন্তু এখনো একই অবস্থা বিরাজ করছে। তৎকালীন সরকারী দল এখন বিরোধীদলের ভূমিকায় আছে।

তখন 'রেব' গঠন এবং একে সমর্থন করলেও এখন তারা মানবাধিকার রক্ষার কথা বলছে। এক সময় আমি সন্ত্রাসীর মানবাধিকার প্রদানের বিরোধী ছিলাম। পরে পক্ষ নিলাম। অবশ্য পুরোপুরি নয়। এখন বুঝতে পারছি না, আসলে ব্যাপারটা কি হলো, কি হচ্ছে আর কি হবে ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.