আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে মানবাধিকার মুখ থুবড়ে পড়েছে: এইচআরডব্লিউ মানবাধিকার বলতে এখন আর কিছু নেই

fb.com/naminrng জাতীয়তাবাদ গণতন্ত্র জয়যুক্ত হোক

২০১৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পেছন দিকে মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি যে বিশদ রিপোর্ট প্রকাশ করে, তাতে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। বাংলাদেশে নাগরিক সমাজ এবং গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কঠোর দমননীতির পথ নিয়েছে বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, বাংলাদেশে যারাই সরকারের কাজ-কর্মের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধেই সরকার অভিযোগ আনছে। অনেক ক্ষেত্রেই সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রচন্ড হিংসাত্মক এবং বে-আইনি পদক্ষেপ নিয়েছে। হেফাজতে ইসলামীর সমর্থকরা এবং যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে আন্দোলনকারীরা সরকারের এরকম পদক্ষেপের শিকার হয়েছেন।

রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। ....যদি মানুষ না থাকে মানবাধিকার ধুয়ে পানি খাওয়া আর কিছুই হবে না। একুশ শতকে মানবাধিকার গণতন্ত্র উন্নতি না করে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তৃতীয় বিশ্বের উপর পশ্চিমা প্রভাব ক্রমশ কমে যাচ্ছে। এতে করে আঞ্চলিক শক্তি সমূহ ছোট দেশ গুলোর উপর প্রভাব বিস্তার করছে।

জাতিসংঘ রাষ্ট্রগুলোর উপর নিয়ন্ত্রন হারাচ্ছে। তারা কোন সমস্যার সমাধান করতে পারছে না। এতে সংঘাত হানাহানি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.