আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসে মিলায় বস্তু ...................

নিজেকে জানুন................

কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু । আসলেই কি তাই ? পরিচয় হয়েছিল ফোনে,মাঝে মাঝে ফোনে কথা হত এক সময় বন্ধুত্ব হয়ে গেল । অনেক বিশ্বাস করেছিলাম ওকে,তাই জীবনের সব না বলা কথাগুলো শেয়ার করেছিলাম ওর সাথে । ওর কথা শুনে মনে হত ও যেন আমার কত দিনের চেনা ! মনে হত যেন পূর্ব জন্মে হয়তো আমাদের পরিচয় ছিল । ভালই কথা হত....চলছে ........হঠাৎ একদিন সে আর ফোন রিসিভ করে না ।

তবুও ট্রাই করে গেলাম কিছু দিন কিছুদিন পর একদিন ফোন রিসিভ করল,তারপর বলল যে মেয়েদের ডিস্টার্ব করতে ভাল লাগে... না ! কার মুখে কি কথা । আমি অবাক হয়ে গেলাম । কথা চলছে.......... একসময় সে বলল যে কথা বলার কারনে আমার সমস্যা হচ্ছিল,আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিলাম তাই রিসিভ করি না । আসলে তা ছিল না পরে জানতে পারলাম যে ওর অ্যাফেয়ার আছে । আর সেই কারনেই আমার ফোন আর রিসিভ করত না ওর বয়ফ্রেন্ড এর জন্য ।

আমি ওকে শুধু বন্ধুই ভাবতাম অন্য কিছু না । জীবনে চলার পথে বন্ধুর প্রয়োজন হয়,আপনার প্রকৃত বন্ধুকে খুজে নিন । আমার মত ঠকবেন না । তবে এখন একজন প্রকৃত বন্ধুর অভাব খুবই মিস করছি । আপনি কি আমার বন্ধু হবেন ? তাহলে মেইল করুন.. / পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.