আমাদের কথা খুঁজে নিন

   

আত্মবিশ্বাস + ভরসা + আশা = জীবন



ইংরেজীতে টাইটেলটা দিলে কেন জানি মনে হচ্ছে আরো মানানসই হতো : Confidence + Trust+ Hope= Life আত্মবিশ্বাস একদা, গ্রামের সকল মানুষেরা বৃষ্টির জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিলেন। প্রার্থনাদিবসে সবাই জড়ো হলেন এবং কেবল মাত্র একটি বালক ছাতাসহ হাজির হলো। - এটাই আত্মবিশ্বাস! ভরসা ভরসা জিনিসটা এমন অনেকটা, ১ বৎসরের বাচ্চা-র মনোভাবের মতো। আপনি ওকে আকাশে ছুড়ে মারুন, ও হাসবে, কারন ও জানে আপনি পড়ে যাবার আগেই ওকে ধরে ফেলবেন - এটাই ভরসা! আশা প্রতি রাতে আমরা ঘুমাতে যাই, আমাদের পরদিন সকাল পর্যন্ত জীবিত থাকায় কোন নিশ্চয়তা নেই। কিন্তু এর মাঝেও আমরা পরদিনের জন্য পরিকল্পনা পর্যন্ত করে ফেলি। - এটা আশা! শেষ লাইনটা ইংরেজীতে বলার লোভটা সামলাতে পারলাম না.. I Pray to Lord, to give you enough “CONFIDENCE”, to “TRUST” His Will, so that you never lose“HOPE” in life! [সকলে ভালো থাকুন]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।