আমাদের কথা খুঁজে নিন

   

আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রুবেল

তামিম ইকবাল সেঞ্চুরি করেন ৯২ বলে।

তার সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়ন ডাকওয়র্থ লুইস পদ্ধতিতে ১৩৬ রানে হারায় গাজী ট্যাংকে। ম্যাচে তামিমের অনুপম প্রদর্শনীতে আড়ালে পড়ে যায় রুবেল হোসেনের হ্যাটট্রিক। আড়াল হলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্টকে আশ্বস্ত করেছেন এই ফাস্ট বোলার। ব্রাদার্সের সঙ্গে ৫ উইকেটের আগে খেলাঘরের সঙ্গে নেন ৬ উইকেট।

সব মিলিয়ে দুই ম্যাচে ১১ উইকেট। গত এক দশকে বাংলাদেশের কোনো পেস বোলারের প্রিমিয়ার বিভাগ ক্রিকেটে টানা দুই ম্যাচে ৫ বা ততোধিক উইকেট নেওয়ার রেকর্ড এটাই প্রথম। এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে আত্দবিশ্বাসের রসদ জোগাবে বলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

বোলিং অ্যাকশন অনেকটাই শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গার মতো। তাই সতীর্থরা ভালোবেসে ডাকেন মালিঙ্গা বলে।

সতীর্থদের এই ভালোবাসায় আপ্লুত রুবেল। বৈচিত্র্যময় অ্যাকশনের মালিক রুবেল বাংলাদেশ পেস স্কোয়াডের অন্যতম তূণ। চার বছরের ক্যারিয়ারে ১৬ টেস্টে উইকেট নিয়েছেন ২৫টি। সেরা বোলিং ১৬৬ রানে ৫ উইকেট। ৪০ ওয়ানডেতে উইকেট ৪৯টি।

ইনজুরির জন্য নিয়মিত নন জাতীয় দলে। যখনই খেলেন, আলো ছড়ান নির্ভরতার প্রতীক হয়ে। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার আগে বাংলাদেশ 'এ' দলের হয়ে সফর করেছিলেন পেসারদের 'স্বর্গরাজ্য' ইংল্যান্ডে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচ খেলেছিলেন উইকেটশূন্য। অবশ্য পিঠের হালকা ইনজুরিতে তখন ভুগছিলেন।

শেন জার্গেনসনের ফিটনেস ক্যাম্পে অনুশীলন করে এখন পুরোপুরি ফিট বলে দাবি রুবেলের, 'ইংল্যান্ড সফরে হালকা ব্যথা ছিল পিঠে। এখন পুরোপুরি ফিট। ফিট বলে আমি আমার স্বাভাবিক গতিতে বোলিং করতে পারছি। ' দুই ম্যাচে ১১ উইকেট। গত এক যুগে প্রিমিয়ার ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসার ৫ বা ততোধিক উইকেট নিতে পারেননি টানা ম্যাচে।

রুবেল ১১ উইকেট নিয়ে সন্তুষ্ট। এই পারফরম্যান্স আসন্ন নিউজিল্যান্ড সিরিজে আত্দবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস করেন এই ফাস্ট বোলার, 'আমি এখন পূর্ণ গতিতে বোলিং করতে পারছি। আত্দবিশ্বাসও রয়েছে। নিউজিল্যান্ড সিরিজে এই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করব। এই পারফরম্যান্স আমাকে আত্দবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস করি।

' তবে নিউজিল্যান্ড সিরিজটা কঠিন হবে মনে করেন, 'নিউজিল্যান্ড ফর্মে রয়েছে। তাদের বিপক্ষে এবার আমাদের কঠিন লড়াই করতে হবে। আমাদের জন্য সিরিজটা সহজ হবে না। ' তামিমের ছায়ায় ঢাকা পড়লেও হ্যাটট্রিক করতে পেরে ভালো লাগছে বলেন রুবেল, 'হ্যাটট্রিক করেছি ২ ওভারে। প্রথমে নবম ওভারের শেষ বলে সোহরাওয়ার্দী শুভকে বোল্ড করি।

দশম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে মেহরাব ও আহসানকে আউট করে হ্যাটট্রিক করি। লিগে এটা রুবেলের প্রথম হ্যাটট্রিক। একই দিন অবশ্য জাতীয় সাবেক পেসার তাপস বৈশ্যও হ্যাটট্রিক করেন। আশ্চর্য হলেও ত্য, দুই হ্যাটট্রিকম্যানের দলই হেরেছে ম্যাচে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।