আমাদের কথা খুঁজে নিন

   

পুনর্পাঠ : কবিতার কথা / আ হ ম দ ছ ফা

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

আ হ ম দ ছ ফা কবিতার কথা খনির লোহাকে ইস্পাত করতে হলে কি-না লোহার আকরের সঙ্গে পাথরের কয়লার গুঁড়ো মিশিয়ে বারবার গলিয়ে খাতসহ করতে হয়। তারপরই ইস্পাত তৈরি হয়। ইস্পাত বিশুদ্ধ লোহার চেয়ে অনেক দীর্ঘস্থায়ী, টেকসই এবং শক্ত। বিশুদ্ধ কবিতার মধ্যে এই ইস্পাতের কিছু গুণ অবশ্যই রয়েছে। সাধারণত আমরা শব্দ দিয়ে কবিতা লিখি।

শব্দ তো প্রতিনিয়তই তৈরি হচ্ছে। বাকযন্ত্র বাজালেই শিলাবৃষ্টির মতো শব্দরাশি আপনিই ঝুরঝুর ঝরতে থাকে। এই শব্দ কবিতার আদি উপাদান সন্দেহ নেই। কিন্তু কবিতায় গৃহীত হওয়ার জন্য শব্দের জন্মান্তর ঘটানো প্রয়োজন। এই জন্মান্তর ঘটানোর সহজ প্রক্রিয়া কবির ব্যক্তিগত মননপ্রক্রিয়ার মধ্যে শব্দগুলোকে ডুবিয়ে বারবার অনুভবগ্রাহী করে তোলা।

কবির ব্যক্তিগত মনন বলে একটা জিনিষ অবশ্যই আছে। যেহেতু ব্যক্তিই কবিতা লেখে। কিন্তু সময়ের প্রশ্নটি তো উড়িয়ে দেয়া যাবে না। আমরা তো সর্বক্ষণ নদীর তীরের মতো সময় দ্বারা শাসিত হচ্ছি। দু’তীরের মধ্যে যদি আটকা পড়তো, নদী আর নদী থাকতো না, জলায় পরিণত হতো।

সমুদ্রের পিপাসাই নদীর নদীসত্তাকে জীবন্ত রেখেছে। তেমনি বিশেষ সময়ে বাস করলেও. সর্বকালকে স্পর্শ করতে না পারলে জানুফাটা সময় থেকে ভালো কিছু বের হওয়া সম্ভব নয়। কবির একক ভাবনার সঙ্গে জাতি কিংবা বৈশ্বিক ভাবনার সংক্রমণ না ঘটলে তার আলাদা পরিচয় চিহ্ন ফুটে ওঠে না, ওঠা সম্ভব নয়। ______________________ ঋণ : মুনাজেরা দ্বিতীয় সংখ্যা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.