আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্য



আমি তপ্ত পথে পা রেখেছি। পুড়ছে আমার মন.......... আমি এই হাতে যে সূ্র্য ধরি, পুড়ছে মনের বন...................... আমি পথের মোড়ে দাড়িয়ে থেকে পথ কে খুঁজেছি হাত বাড়িয়ে পথ ডেকেছে......... যাইনি সেথায়, চিনতে পারিনি। এখন আমার শূণ্য সময়,অন্ধকারের গহ্ব্বরে হাতড়ে মরি। ছুঁটছে ঘোড়া, ছুঁটছে ঘড়ি, ছুঁটছি আমি, ছুঁটছ তুমি.......... এরই মাঝে এখন আমি সজাগ থাকার ভাণ করি ......................আমায় ঐ পথ আবার ডাকে যদি। এমন ভাবেই দিন কেটে যায়,সূর্য রথে রাতও হারায়...... আমি ই শুধু পড়ে থাকি , পূর্ণ কিছু পাবার আশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।